পড়াশোনা

সাম্যধ্রুবক কাকে বলে? H2SO3 ও HNO3 এর মধ্যে কোনটি অধিক অম্লীয় এবং কেন?

1 min read

স্থির তাপমাত্রায় ও স্থির চাপে একটি উভমুখী বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের সক্রিয় ভর যেমন মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কসমূহের সক্রিয় ভরের গুণফলের অনুপাত একটি স্থির রাশি হয়ে থাকে। এ রাশিকে সাম্যধ্রুবক বলে।

H2SO3 ও HNO3 এর মধ্যে কোনটি অধিক অম্লীয় এবং কেন?

H2SO3 ও HNO3 এর মধ্যে HNO3 অধিক অম্লীয়। কারণ আমরা জানি যে এসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি সেই এসিড তত বেশি অম্লীয়। এখানে H2SO3 এর কেন্দ্রীয় পরমাণু S এর জারণ মান +4। আবার HNO3 এর কেন্দ্রীয় পরমাণু N এর জারণ মান +5। যেহেতু কেন্দ্রীয় পরমাণু হিসেবে সালফারের তুলনায় নাইট্রোজেনের জারণ মান বেশি। সুতরাং H2SO3 ও HNO3 এর মধ্যে HNO3 অধিকতর অম্লীয়।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x