শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া হলো স্পার্মাটোজেনেসিস। অন্যদিকে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া হলো উওজেনেসিস। পুরুষ মানুষের বয়ঃপ্রাপ্তির পর থেকে বিরামহীনভাবে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া চলতে থাকে। অন্যদিকে বয়ঃপ্রাপ্তির পর থেকে শুরু হয়ে মেনোপজের আগ পর্যন্ত উওজেনেসিস প্রক্রিয়া চলে। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় একটি প্রাইমারি স্পার্মাটোসাইড থেকে চারটি শুক্রাণু তৈরি হয়। অন্যদিকে উওজেনেসিস প্রক্রিয়ায় একটি প্রাইমারি উওসাইট থেকে একটি ডিম্বাণু ও তিনটি পোলার বডি উৎপন্ন হয়।
Offcanvas menu