কেলাস ল্যাটিস কাকে বলে? মোলারিটির চেয়ে মোলালিটির সুবিধা বেশি কেন?
কেলাস ল্যাটিস কাকে বলে?- জ্ঞানমূলক প্রশ্ন
উত্তরঃ কেলাসাকার পদার্থের কেলাস গঠনের মূল উপাদান হলো পরমাণু বা আয়ন বা ক্ষেত্র বিশেষে অণুর কেন্দ্র। কেলাস গঠনে এসব উপাদানের নিয়মিত সজ্জার পুনঃপুনঃ ত্রিমাত্রিক বিন্যাসকে কেলাস ল্যাটিস বলে।
মোলারিটির চেয়ে মোলালিটির সুবিধা বেশি কেন?- অনুধাবনমূলক প্রশ্ন
উত্তরঃ তাপমাত্রা পরিবর্তনের সাথে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়। তাই আয়তনভিত্তিক দ্রবণের একক মোলারিটি পরিবর্তিত হয়। কিন্তু তাপমাত্রার বৃদ্ধির সাথে বস্তুর ভরের পরিবর্তন হয় না। তাই দ্রাবক এবং দ্রব উভয়ই গ্রাম এককে প্রকাশিত দ্রবণের মোলালিটির পরিবর্তন ঘটে না। তাই বর্তমানে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের জন্য মোলালিটি অধিক প্রচলিত। তাপমাত্রার পরিবর্তনে দ্রবণের মোলালিটি ঠিক থাকে। কিন্তু দ্রবণের মোলারিটির পরিবর্তন ঘটে। তাই মোলারিটির চেয়ে মোলালিটির সুবিধা বেশি।