পরিবেশ রসায়ন কি? গ্রিন হাউজ প্রভাব বলতে কী বুঝ?
পরিবেশ রসায়ন কি? (What is Environmental Chemistry in Bengali/Bangla?)
আমাদের চারপাশের পরিবেশে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং তাদের বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়ে রসায়নের যে শাখাটির ব্যাপ্তি, তাই পরিবেশ রসায়ন। পরিবেশের তিনটি প্রধান অনুষঙ্গ- বায়ু, পানি ও মাটির বিভিন্ন উৎস, রাসায়নিক উপাদান, বিক্রিয়াসমূহ এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের প্রভাবে এদের পরিবর্তনই পরিবেশ রসায়নের আলোচ্য বিষয়। রসায়নের এ শাখাটি আমাদের আরো জানতে সাহায্য করে প্রাকৃতিক দূর্যোগে পরিবেশের বিভিন্ন উপাদানের ভূমিকা, শিল্পায়নের ফলে দূষণ এবং প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে দূষণের কারণ নির্ণয় ও তার প্রতিকার।
গ্রিন হাউজ প্রভাব বলতে কী বুঝ?
গ্রিন হাউজ প্রভাব হচ্ছে, বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা, যা গ্রিন হাউজ গ্যাস দ্বারা সংঘটিত হয়। CO2, H2O (g), CH4, N2O প্রভৃতি হচ্ছে গ্রিন হাউজ গ্যাস। এই সব গ্যাস অবলোহিত রশ্মির অঞ্চলের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য রেডিয়েশন শোষণ করে এবং কম্পনীয় উত্তেজিত অবস্থায় উপনীত হয়। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বায়ুমণ্ডলের গ্রিন হাউজ গ্যাসের ঘনমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির এই প্রক্রিয়াকে গ্রিন হাউজ প্রভাব বলে।