সেল কাকে বলে? লবণ সেতুতে লবণ ব্যবহারের কারণ কি?
যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি হতে বিদ্যুৎশক্তি উৎপন্ন করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখা হয়, তাকে সেল বলে। সেলে যতক্ষণ রাসায়নিক ক্রিয়া চলতে থাকে, ততক্ষণ বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়। যেই মাত্র রাসায়নিক ক্রিয়া বন্ধ হয়ে যায়, তখন সাথে সাথে বিদ্যুৎ প্রবাহও বন্ধ হয়ে যায়।
লবণ সেতুতে লবণ ব্যবহারের কারণ কি?
তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড ও ক্যাথোড ভিন্ন পাত্রে তৈরি করা হলে তাদের পরোক্ষ সংযোগ দেবার জন্য বাঁকা কাঁচনলের লবণের দ্রবণ পূর্ণ যে ব্যবস্থা করা হয় তাকে লবণ সেতু বলে। তড়িৎ রাসায়নিক কোষে জারণ বিজারণ বিক্রিয়ার ফলে আয়নের অসমতা সৃষ্টি হয়। লবণ সেতু প্রয়োজনীয় বিপরীত আয়ণ সরবরাহ করে কোষের উভয় তড়িৎদ্বারের আয়নের সমতা বিধান করে এবং তড়িৎ প্রবাহ বজায় রাখে। লবণ সেতুতে NH4Cl, KCl প্রভৃতি লবণ ব্যবহার করা হয়।