AIDS কে ঘাতক রোগ বলা হয় কেন?

HIV-এর আক্রমণে AIDS রোগ হয়ে থাকে। HIV-শ্বেত রক্তকণিকার ক্ষতি করে ও এ কণিকা এন্টিবডি তৈরিতে বিঘ্ন ঘটায়। ফলে শ্বেত রক্তকণিকার সংখ্যা ও এন্টিবডির পরিমাণ ক্রমশ কমতে থাকে। এই ভাইরাসের আক্রমণে রোগীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় ফলে রোগীর মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। AIDS এর আক্রমণে রোগীর মৃত্যু যেহেতু অনিবার্য এবং এর কোন ঔষধ নেই তাই একে বলা হয় ঘাতক রোগ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *