পড়াশোনা

বাংলা লেখার সফটওয়্যার কি কি?

1 min read

কম্পিউটারে বাংলা লেখার প্রয়োজনে প্রথমে উদ্ভব হয় বাংলা কি-বোর্ডের। কিন্তু কম্পিউটারে কোনো লেখালেখি করতে গেলে এর সাথে দরকার হয়ে পড়ে একটি সফটওয়্যারের। যার দরুন ১৯৮৫ সালে কিছু বাংলা ফন্টসহ শহীদ লিপি সফটওয়্যারটি প্রবর্তিত হয়।

কিন্তু এটি তেমন একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। ফলে আশির দশকের মাঝামাঝি থেকে শুরু করে নব্বই দশকের শেষের দিক পর্যন্ত অনেকগুলো বাংলা লেখার সফটওয়্যার বাজারে আসে। যার মধ্যে বিজয়, প্রশিকা শব্দ, প্রবর্তনা প্রভৃতি প্রথম সারিতে ছিল। সফটওয়্যার উন্নয়নের কারণে এবং বিভিন্ন সফটওয়্যারের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ায় বিজয় সফটওয়্যারটি ব্যাপক সমাদৃত হয়। পরবর্তীতে ২০০৭ সালে বাংলাদেশে প্রবর্তিত হয় বিনামূল্যের ইউনিকোড সফটওয়্যার অভ্র। অভ্রতে উচ্চারণভিত্তিক বাংলা টাইপিং এর ব্যবস্থা সংযোজিত হয় যা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

বিজয় সফটওয়ার (Bijoy Software)

বিজয় হলো কি-বোর্ডের সাহায্যে কম্পিউটারে বাংলা লেখার একটি সফটওয়্যার। আশির দশকের মাঝামাঝি থেকে নব্বই দশকের শেষের দিক পর্যন্ত বাজারে আসা সবগুলো বাংলা লেখার সফটওয়্যারের মধ্যে বিজয় অন্যতম। ওয়ার্ড প্রসেসরে বিজয় কি-বোর্ড সচল করতে Ctrl + Alt + B একসাথে চাপতে হয়।

 

বিজয় ও অভ্র সফটওয়ারের মধ্যে পার্থক্য কি?

বিজয় ও অভ্র সফটওয়ারের মধ্যে পার্থক্য হলো–

বিজয়

১। নব্বই দশকের জনপ্রিয় বাংলা লেখার সফটওয়্যার।

২। বাংলা লিখতে বাংলা কি-বোর্ড লে-আউটের উপর নির্ভর করতে হয়।

৩। ইন্টারনেটে বাংলা লেখার সুবিধা নেই।

৪। ওয়ার্ড প্রসেসরে বাংলা লিখতে Ctrl + Alt + B চাপতে হয়।

৫। SutonnyMJ ফন্ট নির্বাচন করতে হয়।

অভ্র

১। ২০০৭ সালে প্রবর্তিত বাংলা লেখার ফ্রি সফটওয়্যার।

২। ফোনেটিক টাইপ সফটওয়্যার হওয়ায় ইংরেজি কি-বোর্ড লে-আউটেই বাংলা লেখা যায়।

৩। ইন্টারনেটে খুব সহজেই বাংলা লেখা যায়।

৪। ওয়ার্ড প্রসেসরে বাংলা লিখতে F12 চাপতে হয়।

৫। NikoshBAN ফন্ট নির্বাচন করতে হয়।

অভ্র সফটওয়্যারের সুবিধা কী কী?

অভ্র সফটওয়্যারের সুবিধা নিচে দেওয়া হলো–

i. উচ্চারণভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থা রয়েছে।

ii. কি-বোর্ড ছাড়া মাউস দিয়েও বাংলা লেখা যায়।

iii. ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে সহজেই বাংলা লেখা যায়।

iv. লেখালেখির কাজে এর ব্যবহার অন্যান্য সফটওয়্যারের তুলনায় বেশ সহজ।

এ সম্পর্কিত কিছু প্রশ্নঃ–

১। বিজয় সফটওয়্যার কে আবিষ্কার করেন?

২। বিজয় কিবোর্ড দিয়ে যুক্তাক্ষর লেখার নিয়ম কি?

৩। বিজয় সফটওয়্যার দিয়ে কি লেখা যায়?

5/5 - (17 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x