৪০০০ পদে বাংলাদেশ পুলিশের ট্রেইনী রিক্রুট কনস্টেবল (TRC) নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২২

বাংলাদেশ পুলিশ সম্প্রতি ট্রেইনি কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা অনুযায়ী শূন্যপদের বিপরীতে ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
শারীরিক যোগ্যতা: উচ্চতায় পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী ৫ ফুট ৪ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি
বুকের মাপ: পুরুষের ৩১-৩৩ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৩০-৩১ ইঞ্চি
দৃষ্টিশক্তি: ৬/৬

চাকরির ধরণ: স্থায়ী
প্রার্থীর ধরণ: নারী-পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
কর্মস্থল: যে কোনো স্থান
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা

যেভাবে আবেদন করবেন
আবেদন করা যাবে ঘরে বসে অনলাইনেই। সার্ভিস চাজ বাবদ খরচ হবে মাত্র ৩০ টাকা। প্রদান করা যাবে যেকোনো প্রেপেইড টেলিটক নম্বর থেকে। পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য অনলাইনে দুইটি ধাপ অনুসরণ করতে হবে-

প্রথমেই যা করবেন
পুলিশের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে http://police.teletalk.com.bd/home.php প্রবেশ করে লগইন করতে হবে। সঠিক ভাবে আবেদনপত্র পূরণের জন্য উক্ত ওয়েবসাইটে একটি ভিডিও টিউটরিয়াল ও ফরম পূরণের নির্দেশিকার রয়েছে, সেটা দেখে নিতে হবে। এছাড়াও ওয়েবসাইটে হেলপ অপশন রয়েছে, সেখান থেকে আবেদন সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে।

১) আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে উক্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রেপেইড মোবাইল থেকে সার্ভিস চার্জ বাবদ ৩০ টাকা জমা দিতে হবে।

২) অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর স্বাক্ষর ( ৩০০ বাই ৮০ পিক্সেল) ও রঙিন ছবি (৩০০ বাই ৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।

দ্বিতীয় ধাপে যা করতে হবে
ইউজার আইডি পাওয়ার পর কমপক্ষে ৩০ টাকা আছে এমন একটি টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ২টি এসএমএস করতে হবে।

প্রথমে TRC <SPACE> USER ID লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। এরপর টেলিটক থেকে একটি রিপ্লে আসবে। ফিরতি মেসেজে TRC <SPACE> YES <SPACE> PIN NUMBER লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে। এরপর আপনাকে স্বাগত জানিয়ে সার্ভিস চার্জের টাকা কেটে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।

শারীরিক পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড
প্রাথমিক নির্বাচন পদ্ধতি অনুসরণ করে বাছাইকৃত প্রার্থীদের মোবাইল নম্বরে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চত করা হবে। এরপর এসএমএসে মাধ্যমে প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এসময় অ্যাডমিট কার্ড দুই কপি প্রিন্ট করতে হবে।

আবেদনের শেষ সময়
আবেদন প্রক্রিয়া ইতিমধ্য শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

 Deadline: 28 Feb 2022

👮 #পুলিশে_নিয়োগ 👮
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ
👉 পদের নামঃ ট্রেইনী রিক্রুট কনস্টেবল (TRC)
👉 পদ সংখ্যাঃ ৪০০০ টি
👉 আবেদন ফীঃ ৩০/- টাকা
👉 আবেদন শুরুঃ ১ ফেব্রুয়ারি ২০২২
👉 আবেদনের লিংকঃ http://police.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ২৮ ফেব্রুয়ারি ২০২২

  1. বাংলাদেশ পুুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল( টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ২০২২
  2. ট্রেইনি রিক্রুট কনস্টেবল( টিআরসি) পদে নিয়োগ ২০২২ এর জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ।

https://lh3.googleusercontent.com/-HLS8vnsCwh0/YfgdJq2XJlI/AAAAAAABTnQ/NiotHbSL-1McOtfTOkzQgyXlzoEWqnbtgCNcBGAsYHQ/s2222/police.jpg

Download Circular Image

 

https://lh3.googleusercontent.com/-DfTvcDZog50/YffkxwC4EwI/AAAAAAABTmw/zpGhrhKz8w0ojXO7oS3rsFDQR8JqsGqtQCNcBGAsYHQ/s2222/police.jpg

Download vacancy list

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *