ড্রিমওয়েভার কি? ড্রিমওয়েভার মেনু পরিচিত। – What is Dreamweaver?

ড্রিমওয়েভার মূলত একটি ওয়েব ডেভলপমেন্ট অ্যাপলিকেশন সফ্টওয়্যার। এর সাহায্যে কোড না লিখে খুব সহজে সুন্দর ওয়েব পেজ তৈরি করা যায়। ড্রিমওয়েভার-এ একসাথে কোড ও গ্রাফিকাল মুডে কাজ করা যায় বলে এতে কাজ করা খুবই সহজ। ড্রিমওয়েভার বিভিন্ন ল্যাঙ্গুয়েজর কোড এডিটর হিসাবেও কাজ করে। এর মাধ্যমে HTML, CSS, PHP সহ আরাে নানা ধরনের ল্যাঙ্গুয়েজের কাজ খুব সহজে ও নির্ভুলভাবে করা যায়। তাই একটি সুন্দর ও সুশৃঙ্খল ওয়েব পেজ তৈরিতে ড্রিমওয়েভার খুব গুরুত্বপূর্ণ।

Micrormedia Dreamweaver 8 একটি Professional HTML Editor যার মাধ্যমে ডিজাইন, কোডিং, ওয়েবসাইট, ওয়েবপেজ, এবং ওয়েব  এপ্লিকেশন তৈরি করা যায়। আপনি Hand Coding HTML নিয়ন্ত্রণ অথবা Visual Editing Environment কাজ করতে ইচ্ছুক, ড্রিমওয়েভার-এর সহায়ক Tools এর সঙ্গে আপনার ওয়েব নির্মাণের অভিজ্ঞতা বাড়বে। ড্রিমওয়েভার-এর Visual Editing বৈশিষ্ট্য আপনাকে কোড লেখা ছাড়া দ্রুত ওয়েব পেজ তৈরি করতে সাহায্যে করবে। আপনি আপনার সাইটের সমস্ত উপাদানসমূহ অবলােকন বা Edit করতে পারবেন এবং সহজে ডকুমেন্টে যে কোন উপাদানসমূহ ড্রাগ করে ব্যবহার করতে পারবেন। ম্যাক্রোমিডিয়া Fireworks বা অন্য গ্রাফিক্স এ্যাপলিকেশনের সাহায্যে ইমেজ এডিটিং করে সরাসরি ড্রিমওয়েভার মধ্যে import করতে পারেন যার মাধ্যমে আপনার কাজের গতি ত্বরান্বিত হবে। এছাড়াও ড্রিমওয়েভার এর সাহায্যে Flash এর বিভিন্ন elements যােগ করা এবং Edit করা যায়।

ড্রিমওয়েভার মেনু পরিচিত

File Menu বর্ণনাঃ 

১. New
নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য New option ব্যবহার করা হয় এবং নতুন যে ডকুমেন্ট ওপেন করা হবে তা কি ধরনের হবে এখান থেকে তা নির্ধারণ করে দেওয়া হয়। Shortcut: Ctrl+N
২.Open
কাংক্ষিত ফাইলটি ওপেন করার জন্য অপশনটি ব্যবহৃত হয়। Shortcut: Ctrl+O
৩. Open Recent
সম্প্রতি যে ফাইলসমূহ ওপেন করা হয়েছে সে সব ফাইল গুলোর তালিকা থেকে কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন করার জন্য।
৪. Open in Frame
ফাইলটি ফ্রেমের মধ্যে ওপেন করার জন্য অপশনটি ব্যবহার করা হয়। Shortcut: Ctrl+Shift+O
৫. Close
ওপেন করা ফাইল বন্ধ করার জন্য। Shortcut: Ctrl+W
৬. Close All
একাধিক ওপেনকৃত ফাইল এক সাথে বন্ধ করে দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। Shortcut: Ctrl+Shift+W
৭. Save
বর্তমান ফাইলটি সেভ করার জন্য অপশনটি ব্যবহৃত হয়। Shortcut: Ctrl+S
৮. Save All
একধিক ওপেনকৃত ফাইল একসঙ্গে সেভ করার জন্য অপশনটি ব্যবহার করা হয়। Shortcut: Ctrl+Shift+S
৯. Save to Remote Server
রিমােট সার্ভারে সেভ করার জন্য করা হয়।
১০. Save as Template
ফাইলকে টেম্পলেট হিসাবে সেভ করতে এটি ব্যবহৃত হয়।
১১. Revert
ফাইলকে রির্ভাট করার জন্য ব্যবহৃত হয়
১২. Import
বিভিন্ন ফরমেটের ফাইল ইমপাের্ট করার জন্য ব্যবহৃত হয়।
১৩. Export
বিভিন্ন ফরমেটে ফাইলকে এক্সপাের্ট করার জন্য ব্যবহৃত হয়।
১৪. Convert
HTML, XHTML, XSLT ইত্যাদি বিভিন্ন এডিশনের ফাইলকে কনভার্ট করার জন্য ব্যবহৃত হয়।
১৫. Preview in Browser
আগে ইন্সটল করা ব্রাউজারের মধ্যে নির্দিষ্ট কোন ব্রাউজারে ওপেন ফাইলটি প্রিভিউ করার জন্য ব্যবহার করা।
১৬. Check page
ব্রাউজার কম্পাটিবিলিটি, এক্সসিবিলিটি এবং লিংকগুলাে চেক করার জন্য ব্যবহৃত হয়।
১৭. Compare with Remote
ফাইলটিকে রিমােটের সাথে তুলনা করতে এটি ব্যবহৃত হয়।
১৮. Design Notes
ডিজাইনের নােট দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
১৯. Exit
উক্ত প্রােগ্রাম থেকে বের হবার জন্য ব্যবহার করা হয়। Shortcut: Ctrl+Q

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *