পূজা ও পার্বণ বলতে কি বুঝায়? ঈশ্বরকে ভগবান বলার কারণ ব্যাখ্যা করো।
পূজা : যার মাধ্যমে দেবদেবীর কাছে বিভিন্ন ইচ্ছা ও আকাঙ্ক্ষার কথা প্রকাশ করা হয় তাকে পূজা বলে। উদাহরণ– লক্ষ্মীপূজা, গণেশ পূজা।
পার্বণ : পার্বণ শব্দের অর্থ পর্ব বা উৎসব। উৎসব মানে আনন্দময় অনুষ্ঠান। অর্থাৎ পার্বণ বলতে বোঝায় সেসব পর্ব যা পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে। যেমনঃ প্রতিমা নির্মাণ, দেবতার ঘর সাজানো, বিভিন্ন ধরনের বাদ্যের আয়োজন ইত্যাদি।
ঈশ্বরকে ভগবান বলার কারণ ব্যাখ্যা করো।