Modal Ad Example
পড়াশোনা

লালসালু উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

এইচএসসি (SSC) পরীক্ষা ২০২২ – বাংলা ১ম পত্র

১.‘কী মিঞা? তোমার দিলে কি ময়লা আছে?’— উক্তিটি কার?
ক. মজিদের খ. মোদাব্বেরের
গ. পির সাহেবের ঘ. খালেক ব্যাপারীর
সঠিক উত্তর :ক. মজিদের

২. ‘লালসালু’ উপন্যাসে অশীতিপর বৃদ্ধ কে?
ক. পির সাহেব খ. আক্কাসের বাপ
গ. সলেমনের বাপ ঘ. তাহের-কাদেরের বাপ
সঠিক উত্তর : গ. সলেমনের বাপ

৩. ‘তোমার দাড়ি কই মিঞা?’ কাকে বলা হয়েছে?
ক. আক্কাস খ. তাহের
গ. কাদের ঘ. ধলা মিঞা
সঠিক উত্তর : ক. আক্কাস

৪. তানি বুঝি দুলার বাপ।— জমিলা কার সম্পর্কে এ উক্তি করেছেন?
ক. মোদাব্বের মিঞা খ. খালেক ব্যাপারী
গ. মতলুব মিঞা ঘ. মজিদ
সঠিক উত্তর : ঘ. মজিদ

৫. মজিদ কীভাবে তাঁর প্রভাব প্রতিষ্ঠা করে?
ক. অলৌকিক ক্ষমতাবলে
খ. সবার সঙ্গে ভালো ব্যবহার করে
গ. অঢেল অর্থ ও প্রতিপত্তির জোরে
ঘ. সবাইকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে
সঠিক উত্তর : ঘ. সবাইকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে

৬. ‘লালসালু’ উপন্যাসের শেষ বাক্য কোনটি?
ক. নাফরমানি করিও না
খ. মুহূর্তের মধ্যে কেয়ামত হবে
গ. খোদার উপর তোয়াক্কল রাখো
ঘ. বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ
সঠিক উত্তর : ঘ. বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ

৭. দেশে দেশে পিরদের সফর শুরু হয় কখন?
ক. ধানের মৌসুমে
খ. দুর্ভিক্ষের সময়
গ. গায়েবি নির্দেশ পেলে
ঘ. মুরিদদের আহ্বান পেলে
সঠিক উত্তর :ক. ধানের মৌসুমে

৮. ‘লালসালু’ উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়?
ক. মতিগঞ্জে খ. গারো পাহাড়ে
গ. ডোমপাড়ায় ঘ. আউয়ালপুরে
সঠিক উত্তর : গ. ডোমপাড়ায়

৯. ‘বতোর দিন’ কিসের সঙ্গে সম্পর্কিত?
ক. ঈদ খ. পূজা
গ. চাষাবাদ ঘ. বিয়ে
সঠিক উত্তর : গ. চাষাবাদ

১০. ‘বুঠাজমি’ কী?
ক. নিষ্ফলা জমি খ. উর্বরা জমি
গ. ধানি জমি ঘ. অনুর্বর জমি
সঠিক উত্তর : ক. নিষ্ফলা জমি

১১. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯২০ সালে খ. ১৯২২ সালে
গ. ১৯২৪ সালে ঘ. ১৯২৭ সালে
সঠিক উত্তর : খ. ১৯২২ সালে

১২. ‘চাঁদের অমাবস্যা’ কার লেখা?
ক. শামসুর রাহমান
খ. শওকত ওসমান
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর : ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

১৩. উপন্যাস-এর আক্ষরিক অর্থ কী?
ক. বিশেষরূপে উত্থাপন
খ. ঘটনার বিশদ বিবরণ
গ. চরিত্রের ধারাবাহিক বিন্যাস
ঘ. ঘটনার সংক্ষিপ্ত বিবরণ
সঠিক উত্তর : ক. বিশেষরূপে উত্থাপন

১৪. ‘লালসালু’ উপন্যাসের বিষয়বস্তু কোনটি?
ক. অতিপ্রাকৃতিক ঘটনা
খ. সাধারণ মানুষের জীবন
গ. গ্রামীণ মানুষের অন্ধত্ব
ঘ. সামাজিক বাস্তবতা
সঠিক উত্তর : ঘ. সামাজিক বাস্তবতা

১৫. ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস?
ক. সামাজিক খ. আঞ্চলিক
গ. ঐতিহাসিক  ঘ. রোমান্টিক
সঠিক উত্তর : ক. সামাজিক

১৬. ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য কী?
ক. গ্রামীণ সমাজ খ. ধর্মব্যবসা
গ. শ্রেণিদ্বন্দ্ব ঘ. অস্তিত্বের সংকট
সঠিক উত্তর : খ. ধর্মব্যবসা

১৭. ‘লালসালু’ উপন্যাসে কার নিজেকে শিকড়ছাড়া বৃক্ষ মনে হয়?
ক. খালেক ব্যাপারীর খ. মজিদের
গ. মতলুব খাঁর  ঘ. ধলা মিয়ার
সঠিক উত্তর : খ. মজিদের

১৮. ‘তাদের দিল সাচ্চা, খাঁটি সোনার মতো।’—কাদের?
ক. মতিগঞ্জের মানুষের
খ. গারো পাহাড়ের লোকদের
গ. মহব্বত নগরের মানুষদের
ঘ. মধুপুরের অধিবাসীদের
সঠিক উত্তর : খ. গারো পাহাড়ের লোকদের

১৯. মজিদ বারবার আড়চোখে আমেনা বিবির দিকে তাকাচ্ছিল কেন?
ক. রূপের মোহে
খ. ভীতি সৃষ্টি করতে
গ. কড়া শাসনে রাখতে
ঘ. মনোভাব বুঝতে
সঠিক উত্তর : ক. রূপের মোহে

২০. খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী?
ক. আমেনা খ. জমিলা
গ. ফাতেমা ঘ. রহিমা
সঠিক উত্তর : ক. আমেনা

২১. মজিদের মন অন্ধকার হয়ে আসে কেন?
ক. পির সাহেবের আগমনে
খ. জমিলাকে শাসন করতে ব্যর্থ হলে
গ. আমেনা বিবি অবিশ্বাস করায়
ঘ. মাজারে সালু কাপড়ের বিবর্ণতা দেখে
সঠিক উত্তর : খ. জমিলাকে শাসন করতে ব্যর্থ হলে

২২. ‘লালসালু’ উপন্যাসে বিদ্রোহী চরিত্র হিসেবে কার আবির্ভাব ঘটে?
ক. রহিমার খ. আমেনার
গ. জমিলার ঘ. হাসুনির মা
সঠিক উত্তর : গ. জমিলার

২৩. ‘লালসালু’ উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?
ক. মজিদ খ. মোদাচ্ছের পির
গ. তাহের ঘ. খালেক ব্যাপারী
সঠিক উত্তর : ক. মজিদ

২৪. মজিদের কী খাওয়ার অভ্যাস ছিল?
ক. হুক্কা খ. বিড়ি
গ. সিগারেট ঘ. পান
সঠিক উত্তর : ক. হুক্কা

২৫. ‘লালসালু’ উপন্যাসে উল্লিখিত ‘খোদার এলামে বুক ভরে না’ কেন?
ক. কুসংস্কারের জন্য  খ. স্বার্থপরতার জন্য
গ. শিক্ষাহীনতার জন্য  ঘ. তলায় পেটশূন্য বলে
সঠিক উত্তর : ঘ. তলায় পেটশূন্য বলে

২৬. ‘তাই তারা ছোটে, ছোটে’— কেন ছোটে?
ক. জীবিকার সন্ধানে
খ. মাছ ধরার জন্য
গ. লেখাপড়া করার জন্য
ঘ. পিরের কাছে যাওয়ার জন্য
সঠিক উত্তর : ক. জীবিকার সন্ধানে

২৭. ‘লালসালু’ উপন্যাসে কে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়?
ক. মজিদ খ. জমিলা
গ. আক্কাস ঘ. মোদাব্বের
সঠিক উত্তর : গ. আক্কাস

২৮. কোন সড়কের ওপর এক অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে?
ক. মতিগঞ্জ সড়কে  খ. মহব্বতনগর সড়কে
গ. মধুপুর সড়কে  ঘ. পাহাড়গামী সড়কে
সঠিক উত্তর : ক. মতিগঞ্জ সড়কে

২৯. ‘তা এই মতলব হইল কেন?’—বদ মতলবটা কী?
ক. স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টা
খ. মাজার উচ্ছেদের প্রচেষ্টা
গ. মসজিদ উচ্ছেদের প্রচেষ্টা
ঘ. রাস্তাঘাট বানানোর প্রচেষ্টা
সঠিক উত্তর : ক. স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টা

৩০. ‘লালসালু’ উপন্যাসের নায়িকা চরিত্র কোনটি?
ক. জমিলা খ. রহিমা
গ. হাসুনির মা ঘ. আমেনা
সঠিক উত্তর : ক. জমিলা

৩১. ‘ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে?’ — উক্তিটি কার?
ক. আমেনা বিবির খ. জমিলার
গ. রহিমার ঘ. হাসুনির মায়ের
সঠিক উত্তর : গ. রহিমার

৩২. আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেন কে?
ক. তানু বিবি খ. ধলা মিয়া
গ. মজিদ ঘ. চেয়ারম্যান
সঠিক উত্তর : গ. মজিদ

৩৩. মজিদ খালেক ব্যাপারীকে কী পরামর্শ দেয়?
ক. আমেনাকে তালাক দেওয়ার
খ. মাজার ভেঙে ফেলার
গ. মক্তব পাকা দালান করার
ঘ. মসজিদ নির্মাণ করার
সঠিক উত্তর : ক. আমেনাকে তালাক দেওয়ার

৩৪. ‘দশ কথায় রা নেই, রক্তে রাগ নেই’ — উক্তিটিতে রহিমা চরিত্রের কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. শান্ত নিরীহ ভাব  খ. অভিমানী ভাব
গ. কর্তব্যহীনতা  ঘ. স্বামীর প্রতি আনুগত্য
সঠিক উত্তর : ঘ. স্বামীর প্রতি আনুগত্য

৩৫. ‘আসলে সে ঠান্ডা ভীতু মানুষ’। — কার কথা বলা হয়েছে?
ক. জমিলা খ. মজিদ
গ. রহিমা ঘ. ব্যাপারী
সঠিক উত্তর : গ. রহিমা

৩৬. মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব কার হাতে ছিল?
ক. মজিদের খ. খালেক ব্যাপারীর
গ. আক্কাস আলির ঘ. মোদাচ্ছের পিরের
সঠিক উত্তর : খ. খালেক ব্যাপারীর

৩৭. ‘লালসালু’ উপন্যাসে মাঠের ধান নষ্ট হয়ে যায় কেন?
ক. ঝোড়ো বৃষ্টি হলে খ. ঘন বৃষ্টি হলে
গ. শিলাবৃষ্টি হলে ঘ. কালবৈশাখীতে
সঠিক উত্তর : গ. শিলাবৃষ্টি হলে

৩৮. ‘বেগানা’ শব্দের অর্থ কী?
ক. অনাত্মীয় খ. বেপর্দা
গ. আত্মীয় ঘ. পর্দানশীন
সঠিক উত্তর : ক. অনাত্মীয়

৩৯. উপন্যাসের বর্ণনায় ‘লালসালু’ উপন্যাসে মহব্বতনগরে নবাগত লোকটির কোটরাগত চোখে কী ছিল?
ক. ক্ষোভ খ. আগুন
গ. রাগ ঘ. প্রতিহিংসার আগুন
সঠিক উত্তর : খ. আগুন

৪০. তাহের-কাদেরের বাপ নিরুদ্দেশ হয়েছিল কেন?
ক. অপমানের কারণে  খ. স্ত্রীর সঙ্গে ঝগড়া করে
গ. মনের বৈরাগ্যে ঘ. দারিদ্র্যের কারণে
সঠিক উত্তর : ক. অপমানের কারণে

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “লালসালু উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.8/5 - (37 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x