সরকার হচ্ছে রাষ্ট্রের পরিচালক, যার মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি পরিচালিত হয়।
সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান।
সরকারের তিনটি বিভাগ। যথা–
১। আইন বিভাগ,
২। শাসন বিভাগ ও
৩। বিচার বিভাগ।
আইন বিভাগঃ সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পুরাতন আইনের সংশোধন ও পরিবর্তন করে তাকে আইন বিভাগ বলে। বিভিন্ন দেশে আইনসভার বিভিন্ন নাম হতে পারে। যেমন- বাংলাদেশে জাতীয় সংসদ, মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস, ব্রিটেনে পার্লামেন্ট ইত্যাদি।
শাসন বিভাগঃ রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলি পরিচালনার দায়িত্ব যে বিভাগ পালন করে তাকে শাসন বিভাগ বলে।
বিচার বিভাগঃ সরকারের যে বিভাগ বিচার সংক্রান্ত কার্যাবলি পরিচালনার করে তাকে বিচার বিভাগ বলে।
আরো কিছু প্রশ্ন উত্তরঃ
- সরকারের তিনটি বিভাগের মধ্যে কোন বিভাগের মর্যাদা অধিক = আইন বিভাগ।
- কোন বিভাগ সংবিধানের অভিভাবক ও এর কাজ কী? উঃ বিচার বিভাগ সংবিধানের অভিভাবক। এর কাজ- ক, সংবিধানের ব্যাখ্যা প্রদান খ, নাগরিকের অধিকার সংরক্ষণ গ, আইন ও শাসন বিভাগকে আইনী পরামর্শ প্রদান।
- কোন সরকার ব্যবস্থায় দেশের সংবিধান অবশ্যই লিখিত ও দুষ্পরিবর্তনীয় হয়= যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়।
- প্রজাতন্ত্র কাকে বলে? উঃ যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে।
- সংসদীয় সরকার বা মন্ত্রীপরিষদ শাসিত সরকার কাকে বলে? উঃ যে সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, তাকে সংসদীয় বা মন্ত্রীপরিষদ শাসিত সরকার বলে।
- স্বার্থ একত্রীকরণকারী বলা হয় কোনটিকে= রাজনৈতিক দলকে।
- আবেদন করার অধিকার কোন ধরণের অধিকার= রাজনৈতিক অধিকার।
- “Law is the passionless motion”, কে বলেছেন =এরিস্টটল।
- এরিস্টটলের মতে পলিটি উত্তম সরকার আর গণতন্ত্র সবচেয়ে নিকৃষ্ট সরকার।
- MOU কী?? উঃ Memorandum of Understanding যা এক বা একাধিক দল বা গোষ্ঠীর মধ্যে সমঝোতা স্মারক।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “সরকার বলতে কি বুঝায়?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।