আউটপুট ডিভাইস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. মনিটর কত প্রকার?
উত্তর : মনিটর ৩ প্রকার। যেমন, CRT, LCD, LED।

প্রশ্ন-২. ভূমি জরিপ, বাড়ির নকশা এবং অন্যান্য বড় কাজ মুদ্রণে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর : প্লটার।

প্রশ্ন-৩. প্লটার কোন ধরনের ডিভাইস?
উত্তর : আউটপুট।

প্রশ্ন-৪. LED এর পূর্ণরূপ কি?
উত্তর : LED এর পূর্ণরূপ হচ্ছে– Light Emitting Diode.

প্রশ্ন-৫. টাচস্ক্রিন কোন ধরনের ডিভাইস?
উত্তর : টাচস্ক্রিন ইনপুট ও আউটপুট ডিভাইস।

প্রশ্ন-৬. LCD এর পূর্ণরূপ কি?
উত্তর : Liquid Crystal Display.

প্রশ্ন-৭. মনিটর থেকে কোন ধরনের রশ্মি নির্গত হয়?
উত্তর : অবলোহিত তরঙ্গ।

প্রশ্ন-৮. শব্দকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য কম্পিউটারের সাথে কী লাগাতে হবে?
উত্তর : স্পিকার।

প্রশ্ন-৯. আউটপুট ডিভাসের মূল কাজ কি?
উত্তর : ফলাফল উপস্থাপন।

প্রশ্ন-১০. প্রথম দিকের প্রিন্টার কোনটি?
উত্তর : ইঙ্কজেট প্রিন্টার।

প্রশ্ন-১১. একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ কারে?
উত্তর : টাচস্ক্রিন।

প্রশ্ন-১২. বড় বড় নকশা ছাপাতে কী ব্যবহার করা হয়?
উত্তর : প্লটার।

প্রশ্ন-১৩. বিশাল আকারের ডিজিটাল ব্যানার ছাপা হয় কী দিয়ে?
উত্তর : প্লটার।

প্রশ্ন-১৪. মডেম কোন ধরনের যন্ত্র?
উত্তর : ইনপুট-আউটপুট।

প্রশ্ন-১৫. কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র?
উত্তর : লেজার প্রিন্টার।

প্রশ্ন-১৬. প্লটারে প্রিন্ট হয় কীভাবে?
উত্তর : পেন এর সাহায্যে।

প্রশ্ন-১৭. Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কি?
উত্তর : MODEM।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *