শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল অংশের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উদ্দীপক থেকে সরাসরি হবে না, প্রশ্ন করা হবে যে কোনো অধ্যায় থেকে। তাই কমন পড়ার লক্ষ্যে এ অধ্যায় থেকে কিছু অতিরিক্ত জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ তুলে ধরা হলো।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. কোন সম্রাট ৫০টি বৌদ্ধবিহার নির্মাণ করেন?

উত্তর : ধর্মপাল ৫০টি বৌদ্ধবিহার নির্মাণ করেন।

প্রশ্ন-২. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব কত মাইল?

উত্তর : প্রায় ১২০০ মাইল।

প্রশ্ন-৩. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কখন?

উত্তর : ১৯৪৭ সালে।

প্রশ্ন-৪. বল্লাল সেন কোন সম্প্রদায়ের ছিলেন?

উত্তর : বল্লাল সেন শৈব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন।

প্রশ্ন-৫. বৌদ্ধবিহারের শিক্ষকদের কী বলা হতো?

উত্তর : ভিক্ষু বা আচার্য।

প্রশ্ন-৬. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন-৭. বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে স্বাধীনতা ঘোষণা করেন?

উত্তর : ২৬ শে মার্চের প্রথম প্রহরে।

প্রশ্ন-৮. আমাদের বিজয় দিবস কবে?

উত্তর : ১৬ ই ডিসেম্বর।

প্রশ্ন-৯. আমাদের মুক্তিযুদ্ধ কত মাস ধরে চলে?

উত্তর : প্রায় ৯ মাস।

প্রশ্ন-১০. কার নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয়?

উত্তর : বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব।

প্রশ্ন-১১. ১৯৭০ সালের নির্বাচনে কোন দল জয়ী হয়?

উত্তর : আওয়ামী লীগ।

প্রশ্ন-১২. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন-১৩. বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।

প্রশ্ন-১৪. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে?

উত্তর : তাজউদ্দিন আহমেদ।

প্রশ্ন-১৫. মুক্তিযুদ্ধ পরিচালনা করে কোন সরকার?

উত্তর : মুজিবনগর সরকার।

প্রশ্ন-১৬. দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায় কোন কোন দেশ?

উত্তর : ভারত ও সোভিয়েত ইউনিয়ন।

প্রশ্ন-১৭. মুক্তিযুদ্ধের সময় শরণার্থীরা কোন দেশে আশ্রয় নেয়?

উত্তর : ভারতে।

প্রশ্ন-১৮. পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞে কত লাখ বাঙালি শহিদ হয়?

উত্তর : ৩০ লাখ।

প্রশ্ন-১৯. প্রাগৈতিহাসিক যুগকে অনেকে কোন যুগ বলেন?

উত্তর : প্রস্তর যুগ।

প্রশ্ন-২০. উয়ারী-বটেশ্বর আবিষ্কৃত গর্ত বসতি কোন যুগের?

উত্তর : তাম্র-প্রস্তর যুগের।

প্রশ্ন-২১. মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম কী?

উত্তর : পুণ্ড্রনগর।

প্রশ্ন-২২. গুপ্তরা ভারত উপমহাদেশের কোন অঞ্চলের শাসক ছিল?

উত্তর : উত্তর অঞ্চলের।

প্রশ্ন-২৩. আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা যায় কোন যুগ থেকে?

উত্তর : গুপ্ত যুগ থেকে।

প্রশ্ন-২৪. শশাংক কোন শতকের রাজা ছিলেন?

উত্তর : সপ্তম শতকের।

প্রশ্ন-২৫. বরেন্দ্র অঞ্চলে পাল শাসন পুনঃপ্রতিষ্ঠা করেন কে?

উত্তর : রামপাল।

প্রশ্ন-২৬। ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা কোনটি?

উত্তরঃ ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতার নাম সিন্ধু সভ্যতা।

প্রশ্ন-২৭। কত সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়?

উত্তরঃ ১৯৭০ সালের নির্বাচনে।

প্রশ্ন-২৮. কত খ্রিস্টাব্দে বাংলাদেশ মোগলদের অধীনে আসে?

উত্তর : ১৬১০ সালে।

প্রশ্ন-২৯. প্রাচীন এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের নাম কী?

উত্তর : ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন-৩০. ১৯৪৭ সালে ভারত উপমহাদেশে কয়টি রাষ্ট্র স্বাধীন হয়?

উত্তর : দুটি রাষ্ট্র।

 

 

প্রশ্ন-৩১. হিউয়েন সাঙ কোন দেশের পরিব্রাজক ছিলেন?

উত্তর : চীনদেশের।

প্রশ্ন-৩২. হিউয়েন সাঙ বাংলায় কতটি বৌদ্ধ বিহার দেখতে পান?

উত্তর : ৩০ টি।

প্রশ্ন-৩৩. শেষ পাল রাজা কে?

উত্তর : মদনপাল।

প্রশ্ন-৩৪. সেন বংশের প্রথম রাজা কে?

উত্তর : বিজয় সেন।

প্রশ্ন-৩৫. নদীয়া জয় করেন কোন মুসলিম বীর?

উত্তর : ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি।

প্রশ্ন-৩৬. মৌর্য থেকে সেন আমল পর্যন্ত সময় ইতিহাসে কোন যুগ হিসেবে পরিচিত?

উত্তর : প্রাচীন যুগ।

প্রশ্ন-৩৭. প্রাচীনকালে বাংলার বিখ্যাত কাপড়ের নাম কী?

উত্তর : মসলিন কাপড়।

প্রশ্ন-৩৮. চট্টগ্রাম বন্দরের মাধ্যমে এদেশের পণ্য আরবে যেত কোন শতকে?

উত্তর : অষ্টম শতকে।

প্রশ্ন-৩৯. ময়নামতি কোন জেলায় অবস্থিত?

উত্তর : কুমিল্লা জেলায়।

প্রশ্ন-৪০. চর্যাপদ কোন ভাষার প্রাচীন নিদর্শন?

উত্তর : বাংলা ভাষার।

প্রশ্ন-৪১. পালযুগে শ্রমণ বলতে কী বোঝানো হতো?

উত্তর : শিক্ষার্থী।

প্রশ্ন-৪২. চতুষ্পাঠীতে কারা পড়ত?

উত্তর : ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়েরা।

প্রশ্ন-৪৩. ইউরোপের দেশগুলোতে কত শতকে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে?

উত্তর : বারো-তেরো শতকে।

প্রশ্ন-৪৪. ভারতের মুসলমানদের রাজধানী ছিল কোথায়?

উত্তর : দিল্লি।

প্রশ্ন-৪৫. দিল্লিতে সুলতানি শাসনের অবসান হয় কত সালে?

উত্তর : ১৫২৬ সালে।

প্রশ্ন-৪৬. বাংলাদেশ রক্ষা করে কোন আফগান নেতা?

উত্তর : শেরখান শূর।

প্রশ্ন-৪৭. সুলতানি থেকে মোগল পর্ব পর্যন্ত সময় কোন যুগ হিসেবে পরিচিত?

উত্তর : মধ্যযুগ।

প্রশ্ন-৪৮. ইউরোপের বণিকগোষ্ঠী এ উপমহাদেশে কী উদ্দেশ্যে এসেছিল?

উত্তর : বাণিজ্য করতে।

প্রশ্ন-৪৯. ইংরেজ শাসনের অবসান ঘটে কত সালে?

উত্তর : ১৯৪৭ সালে।

প্রশ্ন-৫০. আমাদের দেশ পাকিস্তান আমলে কী নামে পরিচিত ছিল?

উত্তর : পূর্ব পাকিস্তান।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। কৈবর্ত বিদ্রোহ বলতে কী বোঝায় ব্যাখ্যা করো।

উত্তরঃ পাল রাজা দ্বিতীয় মহীপালের সময় রাজ্যে এক বিদ্রোহের ঘটনা ঘটে, যা ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। উত্তরাধিকার নিয়ে ভ্রাতৃকলহে লিপ্ত হয়ে দ্বিতীয় মহীপাল দুর্বল হয়ে পড়েন। এ সময় ১০৮০ খ্রিস্টাব্দে দিব্য-এর নেতৃত্বে কৈবর্ত নামে জেলে সম্প্রদায়ের মানুষ সফল বিদ্রোহ করে মহীপালকে পরাজিত করে সিংহাসন দখল করে। যদিও কৈবর্তদের রাজত্ব ছিল ক্ষণস্থায়ী। জেলেদের এই বিদ্রোহ ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত।

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.