পড়াশোনা

ব্রোমিন কি? ব্রোমিন এর ব্যবহার – What is Bromine?

1 min read

ব্রোমিন হলো একটি রাসায়নিক মৌলিক পদার্থ, যার প্রতীক Br এবং পারমাণবিক সংখ্যা ৩৫।

ব্রোমিনের ব্যবহার
ব্রোমিনের ব্যবহার নিচে দেওয়া হলোঃ

  • ইথাইল ব্রোমাইড প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
  • উদ্ভিদের বীজ শোধন করার জন্য অ্যান্টিনক তরলরূপ ব্রোমিন ব্যবহার করা হয়।
  • ইঁদুর মারার বিষ যেমন– মিথাইল ব্রোমাইড প্রস্তুতিতে ব্রোমিন ব্যবহার করা হয়।
  • বিভিন্ন রং প্রস্তুত করতে ব্রোমিন ব্যবহার করা হয়।
  • ব্রোমাইড লবণ ঔষধ ও ফটোগ্রাফিতে ব্যবহার করা। যেমনঃ KBr ঘুমের ঔষধ,  ফটোগ্রাফিতে AgBr ব্যবহার করা হয়।
  • কাঁদুনে গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x