Modal Ad Example
পদার্থ বিজ্ঞান

বল ধ্রুবক কাকে বলে?

1 min read

বল ধ্রুবক কাকে বলে?

কোনো স্প্রিং-এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটানো হলে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ তাকে ঐ স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক বলে।

 

ট্রিউব ধ্রুবক কাকে বলে?

ভ্যাকুয়াম টিউব ডিজাইন করার সময় টিউবের বিভিন্ন ফ্যাক্টর যেমন – ইলেকট্রোডের আকার , ইলেকট্রোডসমূহের মধ্যবর্তী ফাঁকা স্থান ইত্যাদি বিবেচনায় আনতে হয়, যা বর্তনীতে টিউবের আচরণ নির্ধারণ করে । এই ডিজাইন ফ্যাক্টরগুলোকে অনুক্রম সংখ্যার সাহায্যে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়, এদের বলা হয় টিউব ধ্রুবক ।

প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট- তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে।
মহাকর্ষ ধ্রুবক G-এর একক কোনটি?মহাকর্ষ ধ্রুবক G-এর একক Nm^2kg^-2

বোল্টজম্যান ধ্রুবক কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক, R ও অ্যাভোগাড্রো সংখ্যার অনুপাতকে বোল্টজ্ম্যান ধ্রুবক বলে।

প্লাংক ধ্রুবক বলতে কি বোঝায়?

প্লাংক এর ধ্রুবক বলতে এমন একটি মৌলিক ধ্রুব সংখ্যাকে বোঝায় যার মান শক্তির একটি কোয়ান্টামের অন্তর্নিহিত শক্তি এবং ঐ কোয়ান্টামের কম্পাঙ্কের অনুপাতের সমান। একে h দ্বারা প্রকাশ করা হয়।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “বল ধ্রুবক কাকে বলে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

 

5/5 - (32 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x