হ্যালোজেন কাকে বলে? কেন এমন নামকরণ হয়েছে? -What is Halogen?
পর্যায় সারণির গ্রপ-১৭ তে অবস্থিত মৌল ফ্লোরিন (F), ক্লোরিন (Cl), ব্রোমিন (Br), আয়োডিন (I), এবং অ্যাস্টাটিন (At) এই ৫টি মৌলকে একত্রে হ্যালোজেন (Halogen) বলে।
সমুদ্রের পানিকে বাষ্পীভূত করে যে সামুদ্রিক লবণ পাওয়া যায় তার মধ্যে প্রধানত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনজাত লবণ থাকে। এজন্যই এদের নামকরণ একসাথে করা হয়েছে হ্যালোজেন।
হ্যালোজেনের সক্রিয়তার ক্রম :
ফ্লোরিন (F) > ক্লোরিন (Cl) > ব্রোমিন (Br) > আয়োডিন (I)
সবচেয়ে বেশি সক্রিয় হ্যালোজেন ফ্লোরিন এবং সবচেয়ে কম সক্রিয় হ্যালোজেন আয়োডিন।
- হ্যালোজেনসমূহের মূল উৎস সামুদ্রিক লবণ।
- এরা বহিঃস্থ কক্ষপথে 1টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হ্যালাইড আয়ন তৈরি করে।
- এরা নিজে নিজেই ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে দ্বি-মৌল অণু তৈরি করে।
হ্যালোজেন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
হ্যালোজেনসমূহ ধাতুর সাথে কী যৌগ গঠন করে?
উত্তর : আয়নিক যৌগ।
আন্তঃহ্যালোজেন যৌগ কাকে বলে?
উত্তরঃ হ্যালোজেনসমূহ নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করতে পারে, এদেরকে আন্তঃহ্যালোজেন যৌগ বলে। ClF3, ICl5, IF7 ইত্যাদি আন্তঃহ্যালোজেন যৌগ।