সপ্তম শ্রেণি – বাংলা ১ম পত্র
১. ‘আমার বাড়ি’ কবিতায় কবি বন্ধুকে কোন ধরনের চিড়া খেতে দেবেন?
ক. বিন্নি খ. বোরো
গ. আমন ঘ. শালি
সঠিক উত্তর : ঘ
২. ‘থামিও তব রথ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. রথ চালনা খ. গন্তব্যে পৌঁছানো
গ. রথ দেখা ঘ. যাত্রাবিরতি
সঠিক উত্তর : ঘ
৩. কবি জসীমউদ্দীন কাকে নিজের বাড়ি যেতে নিমন্ত্রণ করেছেন?
ক. মৌমাছি খ. ভোমর
গ. কোকিল ঘ. পায়রা
সঠিক উত্তর : খ
৪. কবি ‘আমার বাড়ি’ কবিতায় ভোমরকে কিসে বসতে দেওয়ার কথা বলেছেন?
ক. পাটি খ. মোড়া
গ. পিড়ে ঘ. চেয়ার
সঠিক উত্তর : গ
৫. কবি জসীমউদ্দীন ভোমরকে কী ধানের খই খেতে দেবেন?
ক. বোরো ধান খ. ইরি ধান
গ. শালি ধান ঘ. বিন্নি ধান
সঠিক উত্তর : ঘ
৬. কবি জসীমউদ্দীন ভোমরকে নিচের কোনটি খেতে দেবেন?
ক. আনাস কলা খ. সাগর কলা
গ. শবরী কলা ঘ. কবরী কলা
সঠিক উত্তর : ঘ
৭. কবি ‘আমার বাড়ি’ কবিতায় কোন ফলের কথা উল্লেখ করেছেন?
ক. আনারস-বেদানা
খ. কমলা-পেয়ারা
গ. আম-কাঁঠাল
ঘ. জাম-লিচু
সঠিক উত্তর : গ
৮. কবি জসীমউদ্দীন ভোমরকে কিসের মালা গেঁথে দেবেন?
ক. গোলাপ ফুলের মালা
খ. বকুল ফুলের মালা
গ. বেলি ফুলের মালা
ঘ. তারা ফুলের মালা
সঠিক উত্তর : ঘ
৯. কবি জসীমউদ্দীন ভোমরকে কখন জাগতে বলেছেন?
ক. সকালবেলা খ. দুপুরবেলা
গ. বিকেলবেলা ঘ. রাত্রিবেলা
সঠিক উত্তর : ক
১০. কবি কোন মুখে চাঁদের চুমো দিতে চেয়েছেন?
ক. মলিন মুখ খ. রঙিন মুখ
গ. উজ্জ্বল মুখ ঘ. চাঁদমুখ
সঠিক উত্তর : গ
১১. কাজলা দিঘির জল কেমন?
ক. হালকা সবুজ খ. কাজল
গ. স্বচ্ছ ঘ. গাঢ় কালো
সঠিক উত্তর : খ
১২. ‘আমার বাড়ি’ কবিতায় কাজলা দিঘিতে কী ভাসে?
ক. হাঁস খ. শেওলা
গ. মাছ ঘ. কচুরিপানা
সঠিক উত্তর : ঘ
১৩. কবি জসীমউদ্দীন কী ফুলের গন্ধ শুঁকতে বলেছেন?
ক. বকুল ফুল খ. মৌরি ফুল
গ. রজনীগন্ধা ঘ. বেলি ফুল
সঠিক উত্তর : খ
১৪. কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০২ সালে খ. ১৯০৩ সােল
গ. ১৯০৪ সালে ঘ. ১৯০৫ সালে
সঠিক উত্তর : খ
১৫. ‘আমার বাড়ি’ কবিতায় কবি ভোমরকে পিড়েয় বসতে দিয়ে কী করাবেন?
ক. গান শোনাবেন
খ. গল্প করবেন
গ. জল পান করাবেন
ঘ. ভাত খাওয়াবেন
সঠিক উত্তর : গ
১৬. ‘আমার বাড়ি’ কবিতায় কবি কোন ফুলের হাসির কথা বলেছেন?
ক. তারা ফুল খ. কদম ফুল
গ. জবা ফুল ঘ. ডালিম ফুল
সঠিক উত্তর : ঘ
১৭. কবি ভোমরকে কোথায় আঁচল পেতে শুতে বলেছেন?
ক. বাড়ির ধারে খ. খেতের ধারে
গ. পুকুরপাড়ে ঘ. বনের ধারে
সঠিক উত্তর : ঘ
১৮. ‘কবরী’ কলা কিসের জন্য বিখ্যাত?
ক. মিষ্টির জন্য খ. দামের জন্য
গ. স্বাদের জন্য ঘ. রঙের জন্য
সঠিক উত্তর : গ
১৯. ‘আমার বাড়ি’ কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. এক পয়সার বাঁশী
খ. হাসু
গ. বালুচর
ঘ. রাখালী
সঠিক উত্তর : খ
২০. কিসে বাঙালির সুনাম রয়েছে?
ক. উদারতায়
খ. রসিকতায়
গ. অতি ভোজনে
ঘ. অতিথি আপ্যায়নে
সঠিক উত্তর : ঘ
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “আমার বাড়ি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।