সমার্থক শব্দ কাকে বলে? সমার্থক শব্দের উদাহরণ।

যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলে। যেমন–  জননী, মাতা, প্রসূতি, গর্ভধারিণী— এই শব্দগুলোর অর্থ একই। অর্থাৎ এমন অনেক শব্দ আছে যেগুলোর বানান ও উচ্চারণ আলাদা, কিন্তূ অর্থ এক। এজাতীয় শব্দগুলোকে বলে সমার্থক শব্দ। সমার্থশব্দকে প্রতিশব্দও বলা হয়।

নিচে কিছু শব্দ এবং সেগুলোর সমার্থক শব্দ উল্লেখ করা হলো।

কপাল : ভাল, ললাট।

কান : কর্ণ, শ্রুতিপথ, শ্রবণেন্দ্রিয়।

গলা : কণ্ঠ, গলদেশ, গ্রীবা।

গাল : কপোল, গণ্ডদেশ।

চুল : অলক, কুন্তল, কেশ।

চোখ : অক্ষি, আঁখি, নয়ন, নেত্র, লোচন।

নাক : ঘ্রাণেন্দ্রিয়, নাসা, নাসিকা।

পা : চরণ, পদ, পাদ।

পেট : উদর, জঠর।

বুক : উদর, বক্ষ, সিনা।

মাথা : উত্তমাঙ্গ, মস্তক, মুণ্ড, শির।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *