লেদ মেশিন কি? – What is Lathe machine?

লেদ মেশিন হল এক ধরনের মেশিন টুলস (Machine Tools) যা দিয়ে একটি একমুখাে কাটারের সাহায্যে ঘূর্ণায়মান বস্তুকে নির্দিষ্ট মাপ অনুযায়ী কেঁটে প্রধানত বেলনের ন্যায়, মােচাকৃতি বা চ্যাপ্টা আকৃতি প্রদান করা যায়। যে সকল মেশিন টুল বর্তমানে ব্যবহৃত হচ্ছে, এদের মধ্যে লেদ মেশিনই প্রাচীনতম। অতি প্রাচীনকাল থেকেই লেদের ব্যবহার চলে আসছে। তখন লেদ হাত দিয়ে চালানাে হতাে এবং কাঠের চেয়ার, টেবিল প্রভৃতির পায়া তৈরি করতে লেদ ব্যবহার করা হতাে।

Lathe একটি গ্রিক শব্দ যার অর্থ তক্তা। কাঠের তক্তা দিয়ে তৈরি পৃথিবীর প্রথম কুদ যন্ত্র যা আধুনিক লেদ মেশিনের ক্রমবিকাশের প্রথম ধাপ এবং পৃথিবীর প্রাচীনতম যন্ত্র। এখন লেদের ব্যবহার শুধু কাঠের কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে দৈহিক শক্তির পরিবর্তে বৈদ্যুতিক শক্তি দ্বারা লেদ পরিচালিত হচ্ছে এবং ধাতব বস্তু টার্নিং করে জটিল আকৃতি বিশিষ্ট যন্ত্রাংশ তৈরি করতে ব্যবহৃত হচ্ছে। ইংল্যান্ডেই প্রথম লেদের উন্নতি সাধিত হয়। আজকাল নানারকম কাজের জন্য বিভিন্ন প্রকার লেদের উদ্ভব হয়েছে। বর্তমান একবিংশ শতাব্দীতে আধুনিক যন্ত্রপাতি যত রকমের অসাধ্য সাধন করেছে তার মধ্যে এই লেদ মেশিনের ভূমিকাই সর্বাধিক, অতুলনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *