দ্রাঘিমা রেখা কাকে বলে?
নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখাকে মধ্য রেখাও বলা হয়। দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত এবং সমান্তরাল নয়।