যকৃত কৃমি ও গোলকৃমির মধ্যে পার্থক্য হলো–
- যকৃত কৃমির দেহ চ্যাপ্টা কিন্তু গোলকৃমির দেহ নলাকার।
- যকৃত কৃমি উভলিঙ্গ, অপরদিকে গোলকৃমি একলিঙ্গ।
- যকৃত কৃমির দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত আর গোলকৃমির দেহ পুরু ত্বক দ্বারা আবৃত।
- যকৃত কৃমির পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ হলেও গোলকৃমির পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ।
- যকৃত কৃমির দেহে চোষক বা আংটা থাকলেও গোলকৃমির দেহে চোষক বা আংটা থাকে না।