স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্য লিখ।
বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে যে মণ্ডলটিতে ওজন গ্যাস রয়েছে তার নাম স্ট্রাটোমণ্ডল। ট্রপোমণ্ডলের ঠিক উপরেই শুরু হয় স্ট্রাটোমণ্ডল। এই স্তর ট্রপোমণ্ডল থেকে শুরু হয়ে প্রায় ৩৯ কিলোমিটার বিস্তৃত। এই স্তরে থাকা ওজন গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে। এই স্তর এবং উপরের দিকে বায়ুমণ্ডলের অন্যান্য গ্যাস খুব কম পরিমাণে থাকে। মেসোমণ্ডলের ঠিক আগেই স্ট্রাটোমণ্ডল শেষ হয়।