লোহার নিষ্ক্রিয়তা কাকে বলে? লোহার উপর মরিচা পড়া কি ধরনের পরিবর্তন? ব্যাখ্যা কর।
গাঢ় নাইট্রিক এসিডে বা ধূমায়িত নাইট্রিক এসিডে লোহাকে নিমজ্জিত করলে লোহার উপর ফেরিক অক্সাইডের (Fe₂O₃) পাতলা প্রলেপ পড়ে। এতে লোহা বিক্রিয়া করার ক্ষমতা হারিয়ে ফেলে। এরূপ লোহাকে নিষ্ক্রিয় লোহা এবং এই ধর্মকে লোহার নিষ্ক্রিয়তা বলে।
লোহার উপর মরিচা পড়া কি ধরনের পরিবর্তন? ব্যাখ্যা কর।
লোহার উপর মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন।