পড়াশোনা
1 min read

ডিরেক্টরি ও ডিরেক্টরি পাথ কি? ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম বলতে কী বোঝায়?

ডিরেক্টরি হলো মেমোরির (সেকেন্ডারি স্টোরেজ) এক একটি লোকেশন। ডিরেক্টরি প্রধানত দুধরনের। যথা– ১. রুট ডিরেক্টরি ও ২. সাব-ডিরেক্টরি।

অপরদিকে, যে পথে এক ডিরেক্টরি হতে অন্য ডিরেক্টরি বা সাব ডিরেক্টরিতে বা ফাইলে কম্পিউটার নিয়ন্ত্রণ ফাইল স্থানান্তরিত হয়, তাকে ডিরেক্টরি পাথ বলে।

ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম বলতে কী বোঝায়?

যে অপারেটিং সিস্টেমে একটি নির্দিষ্ট সময়ে একটি প্রোগ্রাম অথবা কিছু সময়ব্যাপী সংগৃহীত ডাটা প্রসেসর করার পর অন্য আরেকটি প্রোগ্রাম বা ডাটা এক সঙ্গে প্রসেস করা হয়, তাকে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম (Batch Processing Operating System) বলে। অন্যভাবে বলা যায় যে, অপারেটিং সিস্টেম একটির পর একটি প্রোগ্রাম ধারাবাহিকভাবে পরিচালনা করে তাকে ব্যাচ প্রসেসিং অপারেটিং বলে। এ সিস্টেম একটি নির্দিষ্ট সময়ে শুধু একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে এবং একটি প্রোগ্রাম যখন প্রসেসিং করা শুরু হয়, তখন সেটি শেষ না হওয়া পর্যন্ত অন্য প্রোগ্রাম তার কার্যক্রম শুরু করতে পারে না। CP/M, MS DOS, PC DOS ইত্যাদি ব্যাচ প্রসেসিং-এর উদাহরণ

Rate this post