Modal Ad Example
পড়াশোনা

দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস কত প্রকার ও কি কি?

1 min read

যে সমাসের প্রত্যেক পদের অর্থই সমানভাবে প্রধান থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন– ভাল ও মন্দ = ভালমন্দ, আয় ও ব্যয় = আয়ব্যয় ইত্যাদি।

 

দ্বন্দ্ব সমাসের গঠন

বিশেষ্যে – বিশেষ্যে, বিশেষণে – বিশেষণে, সর্বনামে – সর্বনামে এবং ক্রিয়া বিশেষণে – ক্রিয়া বিশেষণে সাধারণত দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। নিচে এগুলোর উদাহরণ দেয়া হলোঃ

ক. বিশেষ্যে – বিশেষ্যে : মা ও বাপ = মা-বাপ, ভাই ও বোন = ভাইবোন, রাজা ও রাণি = রাজা-রাণি।

খ. বিশেষণে – বিশেষণে : সত্য ও মিথ্যা = সত্যমিথ্যা, দীন ও হীন = দীনহীন, উঁচু ও নিচু = উঁচু-নিচু।

গ. সর্বনামে – সর্বনামে : যে ও সে = যে-সে, যা ও তা = যা-তা, যাকে ও তাকে = যাকে তাকে।

ঘ. ক্রিয়া বিশেষণে – ক্রিয়া বিশেষণে : কলে ও কৌশলে = কলে-কৌশলে, ছলে ও বলে = ছলে-বলে।

 

দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ

দ্বন্দ্ব সমাস নয় প্রকার:

১। সমার্থক দ্বন্দ্ব : কাজ ও কর্ম= কাজ-কর্ম, হাট-বাজার, ঘর-দুয়ার, কল-কারখানা, খাতা-পত্র

২। বিপরীতার্থক দ্বন্দ্ব : দিন ও রাত= দিন-রাত, জমা-খরচ, ছোট-বড়, ছেলে-বুড়ো, লাভ-লোকসান

৩। বিকল্পর্থক দ্বন্দ্ব : হার অথবা জিৎ= হার-জিৎ

৪। সমাহার দ্বন্দ্ব : দুধ ও কলা= দুধ-কলা,

৫। মিলনার্থক দ্বন্দ্ব : চাল ও ডাল= চাল-ডাল, মা-বাপ, মাসি-পিসি, জ্বিন-পরি, চা-বিস্কুট

৬। অলুক দ্বন্দ্ব : কাগজে ও কলমে= কাগজে-কলমে

৭। বহুপদী দ্বন্দ্ব : রূপ, রস, গন্ধ ও স্পর্শ= রূপ-রস-গন্ধ-স্পর্শ

৮। একশেষ দ্বন্দ্ব : তুমি, আমি ও সে= আমরা

৯। অনুকার দ্বন্দ্ব : কাজ ও টাজ= কাজটাজ

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x