প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে অনেক ধরনের পরিবর্তন দেখি। যেমন– আগুন জ্বালালে আমরা তাপ পাই, আরও কালো ধোঁয়া উৎপন্ন হয়। ছোট চারাগাছ ধীরে ধীরে বড় হওয়া, জিনিসপত্র পঁচে যাওয়া, কাঁচা ফলমূল পেকে যাওয়া, লোহার উপর মরিচা পড়া প্রভৃতি পরিবর্তনই মূলত রাসায়নিক পরিবর্তন।
সকই রাসায়নিক পরিবর্তনই রাসায়নিক বিক্রিয়া দ্বারা সংঘটিত হয়। এর মধ্যে যেগুলো জীবজগতে ঘটে সেগুলো অজৈব রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া বলতে মূলত অজৈব বিক্রিয়াসমূহকে বোঝানো হয়। বেশিরভাগ অজৈব বিক্রিয়াই পরীক্ষাগারে সম্পন্ন করা যায়।