পড়াশোনা
1 min read

উপগ্রহ কাকে বলে? উপগ্রহ মানুষের কী কাজে লাগে?

যেসব বস্তু গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাদেরকে উপগ্রহ বলে। মহাকর্ষ বলের প্রভাবে এরা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। এদের নিজস্ব আলো বা তাপ নেই। এরা সূর্য বা নক্ষত্র থেকে আলো বা তাপ পায়। চাঁদ পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ। কোনো কোনো গ্রহের উপগ্রহ আছে, কোনোটির নেই। যেমন, বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই।

উপগ্রহ মানুষের অনেক কাজে লাগে।

উপগ্রহ মানুষের নানা রকম কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যেমন– যোগাযোগ উপগ্রহের সাহায্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের লোকের সাথে টেলিফোনে কথা বলা, টেলিভিশনের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন তথ্য ও ছবি দেখা ও শোনা এবং রেডিও এর মাধ্যমে কোনো অনুষ্ঠান ও খবর শোনা যায়। আবহাওয়া উপগ্রহের সাহায্যে প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। গোয়েন্দার কাজ করার জন্য সামরিক বাহিনীতে সামরিক বা গোয়েন্দা উপগ্রহ ব্যবহার করা হয়। গাড়ি, সামুদ্রিক জাহাজ ও বিমান এদের অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য নৌপরিবহন উপগ্রহ ব্যবহার করা হয়। পৃথিবীর মাটি, পানি ও বায়ু দূষণ নির্ণয়ের জন্য পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ব্যবহার করা হয়। এছাড়া জ্যোতির্বিদ্যাবিষয়ক উপগ্রহে রাখা টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য বিজ্ঞানীদের গবেষণার কাজে লাগে।

Rate this post