পড়াশোনা
1 min read

ভৌত রাশি কী? ভৌত রাশি কত প্রকার। মৌলিক রাশি কাকে বলে?

রাশি কী?

প্রথমে আমাদের জানতে হবে রাশি কী?এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যাই তাই রাশি। তবে রাশি সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে পদার্থ বিজ্ঞান কি? পদার্থ বিজ্ঞান হলো বিজ্ঞানের প্রাচীনতম শাখা। বলা যেতে পারে পদার্থ বিজ্ঞান বিজ্ঞানের সবচেয়ে প্রাচীনতম মৌলিক শাখা।

এখন জানা যাক, ভৌত জগৎ কি? প্রকৃতির উপর ভিত্তি করে ভৌত জগতকে ২ ভাগে ভাগ করা যায়।

  1. অভৌত রাশি ও
  2. ভৌত রাশি

অভৌত রাশি কি?

এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যাই না তাদেরকে অভৌত রাশি বলে। যেমন- রাগ, কান্না, দুঃখ, সুখ ইত্যাদি। এখানে উল্লিখিত রাশি গুলো তুমি চাইলেও পরিমাপ করতে পারবে না।

ভৌত রাশি কি?

আগেই বলেছি- এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যাই তাই রাশি। এই পরিমাপ যোগ্য রাশিগুলোকেই বলা হয় ভৌত রাশি। জেমন- ভর, সময়, বেগ, ত্বরণ, তাপমাত্রা ইত্যাদি। এই রাশিগুলো পরিমাপ যোগ্য।

ভৌতরাশি কত প্রকার ও কি কি?

ভৌত রাশি ২ প্রকার।

  1. মৌলিক রাশি
  2. অমৌলিক রাশি বা যৌগিক রাশি বা লব্ধ রাশি।

মৌলিক রাশি কাকে বলে?

যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তাদেরকে মৌলিক রাশি বলে। এই ভৌত জগতে ৭ টি মৌলিক রাশি আছে। রাশিগুলো হলো-

  • দৈর্ঘ্য
  • ভর
  • সময়
  • তাপমাত্রা
  • তড়িৎ প্রবাহ
  • দীপন-তীব্রতা
  • পদার্থের পরিমাণ

এই রাশিগুলোর প্রতীক ও একক নিচের ছকে উল্লেখ করা হলোঃ

মৌলিক রাশি প্রতীক SI একক
দৈর্ঘ্য L m
ভর M kg
সময় T s
তাপমাত্রা t K
তড়িৎ প্রবাহ A
দীপন-তীব্রতা Cd
পদার্থের পরিমাণ mol
বিঃদ্রঃ নিচের ৩ টি রাশির প্রতীক ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন হয়।

অমৌলিক রাশি বা যৌগিক রাশি বা লব্ধ রাশি কাকে বলে?

যে সকল রাশি অন্য মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে অমৌলিক রাশি বা যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে। যেমন- বেগ, ত্বরণ, বল ইত্যাদি। এখানে বেগ নির্ণয় করতে ২ টি মৌলিক রাশি দূরত্ব ও সময় এর প্রয়োজন হয়। দূরত্ব মূলত দৈর্ঘ্য।

Rate this post