রসায়ন প্রশ্ন ও উত্তর (পর্ব-৩)

প্রশ্ন-১. কোষের দক্ষতা কি?
উত্তর : কোষের দক্ষতা হলো কোষের ডিসচার্জ হওয়াকালীন গড় ভোল্টেজ ও চার্জ হওয়াকালীন গড় ভোল্টেজের অনুপাত।

প্রশ্ন-২. হাইড্রোফিলিক কী?
উত্তর :
 হাইড্রোফিলিক মানে পানিগ্রাহী। যে শোষণ পদার্থ পানি শোষণ করে তাদের হাইড্রোফিলিক বলে।

প্রশ্ন-৩. বন্ধন শক্তি কাকে বলে?
উত্তর :
 যেসব মৌলের অণুতে পরমাণুসমূহ এক বিশেষ আকর্ষণ শক্তি দ্বারা পরস্পর আবদ্ধ থাকে তাকে বন্ধন শক্তি বলে।

প্রশ্ন-৪. খাবার সোডার সংকেত কি?
উত্তর :
 খাবার সোডার সংকেত NaHCO3

প্রশ্ন-৫. সোডিয়ামের প্রোটন সংখ্যা কত?
উত্তর :
 সোডিয়ামের প্রোটন সংখ্যা ১১।

প্রশ্ন-৬. মিল্ক অব লাইমের সংকেত কি?
উত্তর :
 মিল্ক অব লাইমের সংকেত হলো: Mg(OH)2

প্রশ্ন-৭. তুঁতের সংকেত কি?
উত্তর :
 তুঁতের সংকেত হলো: CuSO4.5H2O

প্রশ্ন-৮. ভিনেগারের সংকেত কি?
উত্তর :
 ভিনেগারের সংকেত হলো: CH2COOH

প্রশ্ন-৯. অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন ও অদ্রবণীয় উৎপাদে পরিণত হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।

প্রশ্ন-১০. লিগ্যান্ড কাকে বলে?
উত্তর :
 জটিল আয়ন বা জটিল যৌগ গঠনের সময় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী পরমাণু আয়ন বা যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলে।

প্রশ্ন-১১. পাই বন্ধন কাকে বলে?
উত্তর :
 সমযোজী বন্ধন সৃষ্টির সময় যখন একই অক্ষে অবস্থিত সমান্তরালভাবে বিদ্যমান দুটি পরমাণুর যোজনী অরবিটালের পাশাপাশি অধিক্রমণ ঘটে, তখন উৎপন্ন বন্ধনকে পাই-বন্ধন বলে।

প্রশ্ন-১২. হাইড্রোজেন বন্ধন কাকে বলে?
উত্তর :
 হাইড্রোজেনযুক্ত পোলার অণুসমূহ যখন পরস্পর পরস্পরের সান্নিধ্যে আসে, তখন এক অণুর ধনাত্মক (হাইড্রোজেন) প্রান্ত অন্য অণুর ঋণাত্মক প্রান্তের দিকে বিশেষভাবে আকর্ষিত হয়। এই আকর্ষণকে হাইড্রোজেন বন্ধন বলে।

প্রশ্ন-১৩. নিউক্লিয়ার ফিশন কি?

উত্তর : নিউক্লিয়ার ফিশন হল নিউক্লিয়ার পদার্থবিদ্য‌ার একটি প্রক্রিয়া যেখানে পরমাণুর মধ্য‌ে অবস্থিত নিউক্লিয়াসকে ভেঙে দু’টি বা তার বেশি ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করা হয় এবং তার সঙ্গে উপজাতক হিসাবে কিছু কণা নির্গত হয়।

প্রশ্ন-১৪. ধাতব বন্ধন কাকে বলে?
উত্তর :
 ধাতব পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে, তাকে ধাতব বন্ধন বলে।

প্রশ্ন-১৫. ভ্যানডারওয়ালস আকর্ষণ শক্তি কি?
উত্তর :
 সমযোজী যৌগের অণুসমূহের মধ্যে যে দুর্বল আকর্ষণ শক্তি বিদ্যমান থাকে, তাকে ভ্যানডারওয়ালস আকর্ষণ শক্তি বলে।

প্রশ্ন-১৬. শক্তিস্তর কাকে বলে?
উত্তর :
 প্রত্যেক পদার্থে ইলেকট্রন তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। আর এই নির্দিষ্ট কক্ষপথকে শক্তিস্তর বলে।

প্রশ্ন-১৭. জীবাশ্ম জ্বালানি কি?
উত্তর :
 বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণীদেহে প্রচন্ড চাপ ও তাপে হাজার হাজার বছরে এক ধরনের জ্বালানিতে পরিণত হয়। একে জীবাশ্ম জ্বালানি বলা হয়। কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি জীবাশ্ম জ্বালানি।

প্রশ্ন-১৮. মোলার দ্রবণ কী?
উত্তর :
 স্থির তাপমাত্রায় যে দ্রবণের ১ লিটারে ১ মোল দ্রব দ্রবীভূত থাকে তা মোলার দ্রবণ।

প্রশ্ন-১৯. অ্যানোড কি?
উত্তর :
 অ্যানোড হলো তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক আধানযুক্ত তড়িদদ্বার।

প্রশ্ন-২০. ফিটকিরির রাসায়নিক সংকেত কি?
উত্তর : ফিটকিরির রাসায়নিক সংকেত K₂SO₄.Al₂(SO₄)₃.24H₂O।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *