রসায়ন প্রশ্ন ও উত্তর (পর্ব-৩)
প্রশ্ন-১. কোষের দক্ষতা কি?
উত্তর : কোষের দক্ষতা হলো কোষের ডিসচার্জ হওয়াকালীন গড় ভোল্টেজ ও চার্জ হওয়াকালীন গড় ভোল্টেজের অনুপাত।
প্রশ্ন-২. হাইড্রোফিলিক কী?
উত্তর : হাইড্রোফিলিক মানে পানিগ্রাহী। যে শোষণ পদার্থ পানি শোষণ করে তাদের হাইড্রোফিলিক বলে।
প্রশ্ন-৩. বন্ধন শক্তি কাকে বলে?
উত্তর : যেসব মৌলের অণুতে পরমাণুসমূহ এক বিশেষ আকর্ষণ শক্তি দ্বারা পরস্পর আবদ্ধ থাকে তাকে বন্ধন শক্তি বলে।
প্রশ্ন-৪. খাবার সোডার সংকেত কি?
উত্তর : খাবার সোডার সংকেত NaHCO3
প্রশ্ন-৫. সোডিয়ামের প্রোটন সংখ্যা কত?
উত্তর : সোডিয়ামের প্রোটন সংখ্যা ১১।
প্রশ্ন-৬. মিল্ক অব লাইমের সংকেত কি?
উত্তর : মিল্ক অব লাইমের সংকেত হলো: Mg(OH)2
প্রশ্ন-৭. তুঁতের সংকেত কি?
উত্তর : তুঁতের সংকেত হলো: CuSO4.5H2O
প্রশ্ন-৮. ভিনেগারের সংকেত কি?
উত্তর : ভিনেগারের সংকেত হলো: CH2COOH
প্রশ্ন-৯. অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন ও অদ্রবণীয় উৎপাদে পরিণত হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।
প্রশ্ন-১০. লিগ্যান্ড কাকে বলে?
উত্তর : জটিল আয়ন বা জটিল যৌগ গঠনের সময় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী পরমাণু আয়ন বা যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলে।
প্রশ্ন-১১. পাই বন্ধন কাকে বলে?
উত্তর : সমযোজী বন্ধন সৃষ্টির সময় যখন একই অক্ষে অবস্থিত সমান্তরালভাবে বিদ্যমান দুটি পরমাণুর যোজনী অরবিটালের পাশাপাশি অধিক্রমণ ঘটে, তখন উৎপন্ন বন্ধনকে পাই-বন্ধন বলে।
প্রশ্ন-১২. হাইড্রোজেন বন্ধন কাকে বলে?
উত্তর : হাইড্রোজেনযুক্ত পোলার অণুসমূহ যখন পরস্পর পরস্পরের সান্নিধ্যে আসে, তখন এক অণুর ধনাত্মক (হাইড্রোজেন) প্রান্ত অন্য অণুর ঋণাত্মক প্রান্তের দিকে বিশেষভাবে আকর্ষিত হয়। এই আকর্ষণকে হাইড্রোজেন বন্ধন বলে।
প্রশ্ন-১৩. নিউক্লিয়ার ফিশন কি?
প্রশ্ন-১৪. ধাতব বন্ধন কাকে বলে?
উত্তর : ধাতব পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে, তাকে ধাতব বন্ধন বলে।
প্রশ্ন-১৫. ভ্যানডারওয়ালস আকর্ষণ শক্তি কি?
উত্তর : সমযোজী যৌগের অণুসমূহের মধ্যে যে দুর্বল আকর্ষণ শক্তি বিদ্যমান থাকে, তাকে ভ্যানডারওয়ালস আকর্ষণ শক্তি বলে।
প্রশ্ন-১৬. শক্তিস্তর কাকে বলে?
উত্তর : প্রত্যেক পদার্থে ইলেকট্রন তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। আর এই নির্দিষ্ট কক্ষপথকে শক্তিস্তর বলে।
প্রশ্ন-১৭. জীবাশ্ম জ্বালানি কি?
উত্তর : বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণীদেহে প্রচন্ড চাপ ও তাপে হাজার হাজার বছরে এক ধরনের জ্বালানিতে পরিণত হয়। একে জীবাশ্ম জ্বালানি বলা হয়। কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি জীবাশ্ম জ্বালানি।
প্রশ্ন-১৮. মোলার দ্রবণ কী?
উত্তর : স্থির তাপমাত্রায় যে দ্রবণের ১ লিটারে ১ মোল দ্রব দ্রবীভূত থাকে তা মোলার দ্রবণ।
প্রশ্ন-১৯. অ্যানোড কি?
উত্তর : অ্যানোড হলো তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক আধানযুক্ত তড়িদদ্বার।
প্রশ্ন-২০. ফিটকিরির রাসায়নিক সংকেত কি?
উত্তর : ফিটকিরির রাসায়নিক সংকেত K₂SO₄.Al₂(SO₄)₃.24H₂O।