যৌগ বা যৌগিক পদার্থ কি?
যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। যেমন– হাইড্রোজেন ও অক্সিজেন এ দুইটি মৌল নির্দিষ্ট ভর অনুপাতে পরস্পর যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। অতএব, পানি একটি যৌগিক পদার্থ।
যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। যেমন– হাইড্রোজেন ও অক্সিজেন এ দুইটি মৌল নির্দিষ্ট ভর অনুপাতে পরস্পর যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। অতএব, পানি একটি যৌগিক পদার্থ।
মেডুলা হচ্ছে বৃক্কের ভেতরের অংশ। মেডুলা গাঢ় রঙের এবং কিছুটা কালচে রঙের হয়। মেডুলায় সাধারণত ৮-১২টি রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে পিড়কা গঠন করে। মেডুলার কাজ মেডুলা বা সুষুম্নাশীর্ষক হৃৎস্পন্দন, খাদ্যগ্রহণ ও শ্বসন নিয়ন্ত্রণ করে। এটি মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে।
প্রশ্ন-১. কোষ বিভাজন কাকে বলে? উত্তর : যে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে কোষ বিভাজন বলে। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। প্রশ্ন-২….
আমরা জানি সুস্থ এবং স্বাভাবিক চোখ “নিকট বিন্দু” থেকে শুরু করে অসীম দূরত্বের দূরবিন্দুর মাঝখানে যে স্থানেই কোনো বস্তু থাকুক না কেন সেটা স্পষ্ট দেখতে পারে। এটাই চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি। এই স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হলেই তাকে চোখের দৃষ্টির ত্রুটি বলা হয়। চোখের দৃষ্টির ত্রুটি মোট চার রকমের। যথা : (ক) হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি (Myopia or…
বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে না। সমবেগে চলতে হলে বস্তুকে একই দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করতে হয়। বৃত্তাকার পথে কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করলেও সেক্ষেত্রে এটি সমবেগে নয়, বরং সমদ্রুতিতে চলে। বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলার সময় বস্তুর প্রতি মুহুর্তে বেগের পরিবর্তন হয়, কেননা বস্তুটির গতির দিক পাল্টে যাচ্ছে।
পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে এক কেলভিন বলে।
প্রশ্ন-১। অজৈব রসায়ন কাকে বলে? উত্তরঃ রসায়নের যে শাখায় অজৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় তাকে অজৈব রসায়ন বলে। প্রশ্ন-২। আর্নস্ট অটো ফিশার কত সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তরঃ আর্নস্ট অটো ফিশার ১৯৭৩ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। প্রশ্ন-৩। মিথাইল কি? উত্তরঃ মিথাইল হচ্ছে একটি এলকাইল মূলক যা একটি কার্বন অণু এবং তিনটি হাইড্রোজেন অণু…