বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে কি-না ব্যাখ্যা কর।

admin
0 Min Read

বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে না। সমবেগে চলতে হলে বস্তুকে একই দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করতে হয়। বৃত্তাকার পথে কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করলেও সেক্ষেত্রে এটি সমবেগে নয়, বরং সমদ্রুতিতে চলে। বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলার সময় বস্তুর প্রতি মুহুর্তে বেগের পরিবর্তন হয়, কেননা বস্তুটির গতির দিক পাল্টে যাচ্ছে।

Share this Article
Leave a comment
x