পড়াশোনা

রসায়ন প্রশ্ন ও উত্তর (পর্ব-২)

1 min read

প্রশ্ন-১. চতুর্যোজী মৌল কাকে বলে?
উত্তর :
 যেসব মৌলের যোজনী চার তাদেরকে চতুর্যোজী মৌল বলে। যেমন– সালফার (S), কার্বন (C) ইত্যাদি।

প্রশ্ন-২. ত্রিযোজী মৌল কাকে বলে?
উত্তর :
 যেসব মৌলের যোজনী তিন সেসব মৌলকে ত্রিযোজী মৌল বলে। যেমন– আয়রণ (Fe), ফসফরাস (P), নাইট্রোজেন (N) ইত্যাদি।

প্রশ্ন-৩. আদর্শ বা প্রতিরূপী মৌল কাকে বলে?
উত্তর :
 যে সকল মৌলের পরমাণুতে সর্ববহিঃস্থ শক্তিস্তর ইলেকট্রনে অপূর্ণ থাকে কিন্তু অভ্যন্তরীণ শক্তিস্তর এদের ধারণ ক্ষমতা অনুযায়ী ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, সে সকল মৌলকে আদর্শ বা প্রতিরূপী মৌল বলে।

প্রশ্ন-৪. আন্তঃঅবস্থান্তর মৌল কাকে বলে?
উত্তর :
 পর্যায় সারণির ল্যানথানাইড বর্গ এবং অ্যাকটিনাইড বর্গের মোট ৩০টি মৌলকে আন্তঃঅবস্থান্তর মৌল বলে।

প্রশ্ন-৫. যৌগ বা যৌগিক পদার্থ কি?
উত্তর :
 যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। যেমন– হাইড্রোজেন ও অক্সিজেন এ দুইটি মৌল নির্দিষ্ট ভর অনুপাতে পরস্পর যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। অতএব, পানি একটি যৌগিক পদার্থ।

প্রশ্ন-৬. কোন কোন গ্যাস নিস্ক্রিয় এবং কেন?
উত্তর :
 নিস্ক্রিয় গ্যাস-
১। আর্গন (Argon)
২। হিলিয়াম (Helium)
৩। নিয়ন (Neon)
৪। ক্রিপ্টন (Krypton)
৫। জেনন (Xenon)
৬। রেডন (Radon)
এরা অন্য কোন উপাদানের সাথে বিক্রিয়া করে না বলে এরা নিস্ক্রিয় গ্যাস।

প্রশ্ন-৭. ফরমালিন কাকে বলে?
উত্তর :
 ফরমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে।

প্রশ্ন-৮. আইসোমার কী?
উত্তর :
 একই পারমাণবিক ভরবিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণুকে পরস্পরের আইসোমার বলে।

প্রশ্ন-৯. ধাতব পরিবাহী কি?

উত্তর : যেসব ধাতব মৌল ইলেকট্রণের মাধ‍্যমে বিদ‍্যুৎ পরিবহন করে তাদেরকেই ধাতব পরিবাহী বলে। এদের ভিতরে মুক্ত বা সঞ্চরণশীল (Delocalized)  ইলেকট্রণ থাকে। যা প্রবাহিত হয়ে বিদ‍্যুৎ পরিবহন করে।

প্রশ্ন-১০. ধাতুর পুনঃপ্রক্রিয়াজাত কাকে বলে?
উত্তর :
 পরিত্যক্ত ধাতুকে আবার ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করার পদ্ধতিকে ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ বলে। যেমন পরিত্যক্ত অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলকে অ্যালুমিনিয়াম তৈরীর কারখানায় প্রেরণ করে অ্যালুমিনিয়াম ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ করা হয়।

প্রশ্ন-১১. পটাশিয়াম (K)-কে ক্ষারধাতু বলা হয় কেন?
উত্তর :
 K পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার দ্রবণ তৈরি করে। এর সর্ববহিঃস্থ শক্তিস্থরে অবস্থিত একমাত ইলেকট্রনটি প্রদান করে আয়নিক যৌগ (লবণ) তৈরি করে। তাই পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয়।

প্রশ্ন-১২. মৌলের নিরপেক্ষ অবস্থা বলতে কী বুঝায়?
উত্তর :
 যে অবস্থায় মৌল কোন ইলেকট্রন দান বা গ্রহণ অর্থাৎ কোনো বিক্রিয়ায় অংশ নেয় তাকে মৌলের নিরপেক্ষ অবস্থা বলে।

প্রশ্ন-১৩. জারণ সংখ্যা মানে কী?
উত্তর :
 যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্বক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ সংখ্যা বলে।

প্রশ্ন-১৪. ন্যাপথলিনে কাবর্ন সংখ্যা কত?
উত্তর :
 কাবর্ন সংখ্যা দশটি।

প্রশ্ন-১৫. আয়োডিনের নিউক্লিয়ন র্সংখ্যা কত?
উত্তর :
 আয়োডিনের নিউক্লিয়ন সংখ্যা ১২৭ (১২৬.৯০)।

প্রশ্ন-১৬. STP এর পূর্ণরূপ কী?
উত্তর :
 STP এর পূর্ণরূপ হলো- Standard Temperature And Pressure।

প্রশ্ন-১৭. ব্লিচিং পাউডারের সংকেত কি?
উত্তর :
 ব্লিচিং পাউডারের সংকেত হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইট [Ca(OCl)Cl]।

প্রশ্ন-১৮. চিনি একটি কী পদার্থ?
উত্তর :
 সুক্রোজ বা চিনি একটি শর্করাজাতীয় সমযোজী যৌগ। এর সংকেত C12H22O11।

প্রশ্ন-১৯. হিলিয়াম কী ধরনের পদার্থ?
উত্তর :
 হিলিয়াম গ্যাসীয় পদার্থ।

প্রশ্ন-২০. তরল ধাতু কোনগুলো?
উত্তর : তরল ধাতুগুলো হচ্ছে Fr, Ga, Hg এবং Cs।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x