বান্দরবনে জেএসএস সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে নিহত সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পটুয়াখালীর সন্তান হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাতে পটুয়াখালী শহরের বহালগাছিয়া এলাকার গাজী বাড়িতে হাবিবুর রহমানের তৈরি করা বাড়ি সেনা নিকেতনের আঙ্গিনায় তাকে দাফন করা হয়।
এর আগে রাত পৌনে সাতটায় বহালগাছিয়া যুবক হাউজিং এর বালির মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন গাজী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মনোয়ার হোসেন হুমাইদি।
জানাজা নামাজের আগে শেখ হাসিনা সেনা নিবাসের সদস্যরা সেনা বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় সেনাবাহিনী ও নিহতদের পরিবারের পক্ষ থেকে উপস্থিত মুসল্লীদের কাছে দোয়া চাওয়া হয়।
এর আগে বিকেল সোয়া পাঁচটায় সেনবাহিনীর একটি হেলিকপ্টারে নিহতের মরদেহ বহন করে পটুয়াখালী স্টেডিয়ামে নিয়ে আসা হয় হয়।