উত্তর : নিচে থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা উল্লেখ করা হলো—
পারদ একটি তাপ সুপরিবাহী পদার্থ। পারদ তাপ গ্রহণ করে তার বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারে। সেজন্য এ ধরনের থার্মোমিটার দ্রুত ও সঠিকভাবে তাপমাত্রা নির্দেশ করে। পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। পারদ একটি অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ বলে কাচের মধ্য দিয়ে সহজেই দেখা যায়। পারদের এসব বৈশিষ্ট্যের কারণে পারদ থার্মোমিটারে পারদ ব্যবহার সুবিধাজনক।