শ্রুতি-পূর্ব ও শ্রুতি-উত্তর শব্দ কাকে বলে?
উত্তর : যে শব্দের কম্পাঙ্ক ২০ হার্জের কম। সেই শব্দকে শ্রুতি-পূর্ব শব্দ বলে। এ শব্দ আমরা শুনতে পাই না।
আর যে শব্দের কম্পাঙ্ক ২০,০০০ হার্জের বেশি, সেই শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলে। এ শব্দ আমরা শুনতে পাই না।
উত্তর : যে শব্দের কম্পাঙ্ক ২০ হার্জের কম। সেই শব্দকে শ্রুতি-পূর্ব শব্দ বলে। এ শব্দ আমরা শুনতে পাই না।
আর যে শব্দের কম্পাঙ্ক ২০,০০০ হার্জের বেশি, সেই শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলে। এ শব্দ আমরা শুনতে পাই না।
আমরা সবাই তরঙ্গ দেখেছি। পানিতে যখন কোন ঢিল ছুড়া হয় তখন সেই বিন্দু থেকে পানির তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরে লাইন অন করলে আলো ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে, সেটাও তরঙ্গ। আমরা যখন কথা বলি আর সে শব্দটা যখন এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে, সেটাও তরঙ্গ। একটা স্প্রিংকে সংকুচিত করে ছেড়ে দিলে তার ভিতর দিয়ে…
অনেক সময় দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে একটি গ্রুপ গঠন করে যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে একটিমাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, ঐ গ্রুপটিকে যৌগমূলক বলে। যৌগমূলক ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে। ধনাত্মক যৌগমূলকঃ যে যৌগমূলক ধাতুর মতো আচরণ করে তাকে ধনাত্মক যৌগমূলক বলা হয়। যেমন, অ্যামোনিয়াম (NH3) একটি ধনাত্মক যৌগমূলক। ঋণাত্মক যৌগমূলকঃ যে যৌগমূলক…
যেসব নালির ভিতর দিয়ে রক্ত প্রবাহিত বা সঞ্চালিত হয়, তাকে রক্তবাহিকা বা রক্তনালি বলে। এসব নালিপথে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত বাহিত হয় এবং দেহের বিভিন্ন অংশ থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে। গঠন, আকৃতি এবং কাজের ভিত্তিতে রক্তবাহিকা বা রক্তনালি তিন প্রকার। যথা– ১. ধমনি, ২. শিরা এবং ৩. কৈশিক জালিকা। ১। ধমনিঃ যেসব রক্তনালির মাধ্যমে সাধারণত অক্সিজেনসমৃদ্ধ রক্ত…
টর্ক বা বলের ভ্রামক Torque or Moment of a force কোনো দৃঢ় বস্তু একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে পারে । যেমন দেয়ালে ঝুলানো ফুটো পেরেক ও সুতার সংযোগ বিন্দুর সাপেক্ষে ঘুরতে থাকে। আবার গাড়ির চাকা তার অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। কোনো নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বা বলের ভ্রামক বলে। একে 𝜏 (টাউ)…
আতশবাজি হলো গন্ধক, পটাশিয়াম সাইট্রেট ও কাঠকয়লার গুঁড়ার মিশ্রণ। এতে বেরিয়াম মিশিয়ে সবুজ রং এবং স্ট্রেন্টিয়াম মিশিয়ে হলুদ রং করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব উদযাপনের জন্য আতশবাজি ব্যবহৃত হয়। হীরক বিদ্যুৎ অপরিবাহী কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন? হীরক এবং গ্রাফাইট উভয়ই কার্বনের দুটি রূপভেদ, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করলেও হীরক করে না। কারণ হীরকে প্রতিটি…
যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় কার্বন-মনো-ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড ও অব্যবহৃত গ্যাসীয় জ্বালানি (মিথেন) বায়ুতে মিশে সূর্যের আলোর উপস্থিতিতে নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে বিষাক্ত গ্যাসের ধোঁয়ার সৃষ্টি করে তাকে ফটোক্যামিক্যাল ধোঁয়া বলে।