পড়াশোনা

যৌগমূলক কাকে বলে?

1 min read

অনেক সময় দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে একটি গ্রুপ গঠন করে যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে একটিমাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, ঐ গ্রুপটিকে যৌগমূলক বলে। যৌগমূলক ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে।

 

  • ধনাত্মক যৌগমূলকঃ যে যৌগমূলক ধাতুর মতো আচরণ করে তাকে ধনাত্মক যৌগমূলক বলা হয়। যেমন, অ্যামোনিয়াম (NH3) একটি ধনাত্মক যৌগমূলক।
  • ঋণাত্মক যৌগমূলকঃ যে যৌগমূলক অধাতুর মতো আচরণ করে তাকে ঋণাত্মক যৌগমূলক বলে। যেমন সালফেট (SO4) একটি ঋণাত্মক যৌগমূলক।

 

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x