রক্তবাহিকা কাকে বলে? রক্তবাহিকা কত প্রকার ও কি কি?
যেসব নালির ভিতর দিয়ে রক্ত প্রবাহিত বা সঞ্চালিত হয়, তাকে রক্তবাহিকা বা রক্তনালি বলে। এসব নালিপথে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত বাহিত হয় এবং দেহের বিভিন্ন অংশ থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে। গঠন, আকৃতি এবং কাজের ভিত্তিতে রক্তবাহিকা বা রক্তনালি তিন প্রকার। যথা– ১. ধমনি, ২. শিরা এবং ৩. কৈশিক জালিকা।
১। ধমনিঃ যেসব রক্তনালির মাধ্যমে সাধারণত অক্সিজেনসমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারাদেহে বাহিত হয় তাকে ধমনি বলে।
২। শিরাঃ যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিন্ডে ফিরে আসে তাদের শিরা বলে।
৩। কৈশিক জালিকাঃ পেশিতন্তুতে চুলের মতাে অতি সূক্ষ্ম রক্তনালি দেখা যায় তাকে কৈশিক জালিকা বলে।
রক্তনালি আমাদের দেহে কী কাজ করে?
রক্তনালি আমাদের দেহে যেসব কাজ করে তা হলো–
- ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে।
- কিছু ব্যতিক্রম ছাড়া শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত বহন করে।
- কৈশিকনালি দেহকোষের চারপাশে অবস্থান করে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “রক্তবাহিকা কাকে বলে? রক্তবাহিকা কত প্রকার ও কি কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।