ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য কি?

admin
1 Min Read
ভৌত পরিবর্তন
  1. যে পরিবর্তনের ফলে শুধুমাত্র বস্তু বা পদার্থের অবস্থার বা আকার-আকৃতির পরিবর্তন হয় কিন্তু নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন– তাপ প্রয়োগের ফলে তরল পানি বাষ্পে পরিণত হওয়া ভৌত পরিবর্তনের উদাহরণ।
  2. বস্তুর ভৌত ধর্মের পরিবর্তন হয়।
  3. বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয় না।
  4. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না।
  5. ভৌত পরিবর্তন অস্থায়ী। সাধারণ পরিবর্তনের কারণ (যেমন, তাপ ও চাপ) সরিয়ে নিলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে।
  6. তাপশক্তির শোষণ বা উদগিরণ ঘটতে পারে, নাও ঘটতে পারে।

 

রাসায়নিক পরিবর্তন

  1. যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু বা পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন– লোহায় মরিচা পড়া রাসায়নিক পরিবর্তনের উদাহরণ।
  2. বস্তুর ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়।
  3. বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ন নতুন অণুর সৃষ্টি হয়।
  4. রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়।
  5. এ পরিবর্তন স্থায়ী। বস্তুকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়ে আনা যায় না।
  6. তাপশক্তির শোষণ বা উদগিরণ অবশ্যই ঘটবে।
Share this Article
Leave a comment
x