অতীত কাল কাকে? বলেঅতীত কাল কত প্রকার ও কি কি?-Past tense in Bangla

যে ক্রিয়া দ্বারা পূর্বে কোনো কাজ সম্পন্ন হয়েছিল, হচ্ছিল, চলছিল ইত্যাদি বুঝায় তাকে অতীত কাল বলে। যেমনঃ মাসুম এখানে এসেছিল, অর্পি স্কুলে গিয়েছিল ইত্যাদি।

অতীত কাল এর প্রকারভেদ
অতীত কাল চার প্রকার। যথাঃ
(ক) সাধারণ অতীত কাল,
(খ) ঘটমান অতীত কাল,
(গ) পুরাঘটিত অতীত কাল ও
(ঘ) নিত্যবৃত্ত অতীত কাল।

ক. সাধারণ অতীত কাল : যে ক্রিয়া দ্বারা অতীত কালে কোনো কাজ হয়েছিল, করেছিল ইত্যাদি বুঝায়, তাকে সাধারণ অতীত কাল বলে। যেমনঃ আমি বাজারে গিয়েছিলাম, মামুন ঢাকায় গিয়েছিল ইত্যাদি।

খ. ঘটমান অতীত : যে ক্রিয়া দ্বারা অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল ইত্যাদি বুঝায়, তাকে ঘটমান অতীত কাল বলে। যেমনঃ মিনা লিখছিল, তারা খেলছিল ইত্যাদি।
গ. পুরাঘটিত অতীত কাল : অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়েছিল। যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল, সেটিকে পুরাঘটিত অতীত কাল বলে। ডাক্তার আসার পূর্বে রোগিটি মারা গেল। এখানে ‘রোগটি মারা গেল’ – পুরাঘটিত অতীত কাল।
ঘ. নিত্যবৃত্ত অতীত কাল : যে ক্রিয়া দ্বারা অতীত কালে কোনো কাজ নিত্য বা নিয়মিত অথবা সচরাচর ঘটত এরূপ বুঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমনঃ মা প্রত্যহ সকালে হাঁটতেন, বাবা প্রতিদিন সকালে কুরআন পড়তেন ইত্যাদি।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “অতীত কাল কাকে? ” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

এখানে যা শিখলাম–
অতীত কাল কাকে বলে?; অতীত কালের উদাহরণ; অতীত কাল কত প্রকার ও কি কি?; সাধারণ অতীত কাল কাকে বলে?; ঘটমান অতীত কাল কাকে বলে?; পুরাঘটিত অতীত কাল কাকে বলে?; নিত্যবৃত্ত অতীত কাল কাকে বলে?;

 

Similar Posts