সপ্তম অধ্যায় : বাংলাদেশ: রাষ্ট্র ও সরকার ব্যবস্থা (বাংলাদেশ ও বিশ্বপরিচয়), অষ্টম শ্রেণি

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?
উত্তর : ১৭।

প্রশ্ন-২. বর্তমানে দেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে?
উত্তর : ৪,৫৫৪টি।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।

প্রশ্ন-২. রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি?
উত্তর : রাষ্ট্রের মৌলিক উপাদান ৪ টি।

প্রশ্ন-৩. রাষ্ট্রের মূল চালিকাশক্তি কী?
উত্তর : রাষ্ট্রের মূল চালিকাশক্তি হলাে সরকার।

প্রশ্ন-৪. সমাজতন্ত্র কী?
উত্তর : সমাজতন্ত্র হলাে এমন একটি অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা যার মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে সমাজের মানুষের মধ্যে সমতা সৃষ্টি হয়।

প্রশ্ন-৫. রাজতন্ত্র কাকে বলে?
উত্তর : যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন তাকে রাজতন্ত্র বলে।

প্রশ্ন-৬. যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?
উত্তর : যে সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে।

প্রশ্ন-৭. গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
উত্তর : গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে।

প্রশ্ন-৮. একনায়কতন্ত্র কী?
উত্তর : একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তির বা এক দলের শাসন।

প্রশ্ন-৯. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কাকে বলে?
উত্তর : যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন, তাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে।

প্রশ্ন-১০. কোন দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে?
উত্তর : যুক্তরাজ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে।

প্রশ্ন-১১. ক্ষমতা বন্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ কর?
উত্তর : ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে দু  ভাগে ভাগ করা যায়।

প্রশ্ন-১২. এককেন্দ্রিক সরকার কাকে বলে?
উত্তর : যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে।

প্রশ্ন-১৩. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলােকে গণতান্ত্রিক সরকারকে কয়ভাগে ভাগ করা হয়?
উত্তর : আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলােকে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়।

প্রশ্ন-১৪. গণতন্ত্র কাকে বলে?
উত্তর : যে সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণই সকল ক্ষমতার উৎস তাকে গণতন্ত্র বলে।

প্রশ্ন-১৫. প্রজাতন্ত্রে রাষ্ট্রের মালিক কারা?
উত্তর : প্রজাতন্ত্রে রাষ্ট্রের মালিক জনগণ।

প্রশ্ন-১৬. মন্ত্রিপরিষদ শাসিত সরকারের অপর নাম কী?
উত্তর : মন্ত্রিপরিষদ শাসিত সরকারের অপর নাম সংসদীয় সরকার।

প্রশ্ন-১৭. গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি কী?
উত্তর : গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি হলাে রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা।

প্রশ্ন-১৮. সংবিধান কী?

উত্তর : সংবিধান হলাে রাষ্ট্র পরিচালনার মূল দলিল।

প্রশ্ন-১৯. বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার একটি মূলনীতি লিখ।
উত্তর : বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার একটি মূলনীতি হলাে জাতীয়তাবাদ।

প্রশ্ন -২০. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?
উত্তর : বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।

প্রশ্ন-২১. রাষ্ট্র পরিচালনার মূল দলিল কী?
উত্তর : রাষ্ট্র পরিচালনার মূল দলিল হলাে সংবিধান।

প্রশ্ন-২২. কীসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়?
উত্তর : সংবিধানে উল্লেখিত নীতিমালার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়।

প্রশ্ন-২৩. কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে?
উত্তর : ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে।

প্রশ্ন-২৪. বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন কে?
উত্তর : বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন-২৫. বাংলাদেশের স্বাধীনতা ঘােষিত হয় কবে?
উত্তর : ১৯৭১সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘােষিত হয়।

প্রশ্ন-২৬. সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর : ড. কামাল হােসেন সংবিধান কমিটির সভাপতি ছিলেন।

প্রশ্ন-২৭. সংবিধান কমিটি কয় মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন?
উত্তর : সংবিধান কমিটি ছয় মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে।

প্রশ্ন-২৮. খসড়া সংবিধান কবে গণপরিষদে আলােচিত হয়?
উত্তর : খসড়া সংবিধান গণপরিষদে আলােচিত হয় ১৯৭২ সালের ৩০ অক্টোবর।

প্রশ্ন-২৯. বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত হবে?
উত্তর : বাংলাদেশের জনগণ ‘বাঙালি’ নামে পরিচিত হবে।

প্রশ্ন-৩০. বাংলাদেশের নাগরিকদের পরিচয় কী হবে?
উত্তর : বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশি।

প্রশ্ন-৩১. সংসদ সদস্যদের কত অংশের ভোটে সংবিধান সংশোধন করা যাবে?
উত্তর : সংসদ সদস্যদের দুই-তৃতীয়াংশের ভোটে সংবিধান সংশোধন করা যাবে। 

প্রশ্ন-৩২. সুশাসন কী?
উত্তর : সুশাসন বলতে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শাসনব্যবস্থাকে বুঝায়।

প্রশ্ন-৩৩. জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
উত্তর : জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা ২০ জন।

প্রশ্ন-৩৪. বিচার বিভাগ কাকে বলে?
উত্তর : সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলে।

প্রশ্ন-৩৫. বিচার বিভাগের সর্বোচ্চ স্তর কোনটি?
উত্তর : বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিমকোর্ট।

আইনসভা কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে?

উত্তর : আইনসভা তথা জাতীয় সংসদ শাসন বিভাগকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। বস্তুত মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা, সংসদীয় বিভিন্ন কমিটি ও সংসদে সাধারণ আলোচনার মাধ্যমে জাতীয় সংসদ শাসনবিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা যাবতীয় নীতি ও কাজের জন্য জাতীয় সংসদের কাছে দায়ী থাকেন। আবার মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য ব্যক্তিগত এবং যৌথভাবে জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। কোনো কারণে সংসদ প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা আনলে মন্ত্রিসভা ভেঙে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *