পড়াশোনা
1 min read

শ্বসন ও সালোকসংশ্লেষণের মধ্যে পার্থক্য কি?

Updated On :

শ্বসন ও সালোকসংশ্লেষণের মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলো–

  • শ্বসনে রাসায়নিক স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। অপরদিকে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক স্থিতিশক্তিতে পরিণত হয়।
  • শ্বসনে শক্তি নির্গত হয় কিন্তু সালোকসংশ্লেষণে শক্তি সঞ্চিত হয়।
  • শ্বসন সকল সজীব কোষে ঘটে থাকে, অপরদিকে সালোকসংশ্লেষণ কেবলমাত্র ক্লোরোপ্লাস্টযুক্ত কোষেই ঘটে।
  • শ্বসন ক্রিয়া দিন-রাত ২৪ ঘন্টা চলতে থাকে কিন্তু সালোকসংশ্লেষণ সূর্যালোকের উপস্থিতিতে কেবলমাত্র দিনের বেলা চলে।
  • শ্বসনে শক্তি, পানি ও CO2 উৎপন্ন হয়। অপরদিকে সালোকসংশ্লেষণে সাধারণত শর্করা ও O2 উৎপন্ন হয়।
  • শ্বসনের প্রধান কাঁচামাল শর্করা আর সালোকসংশ্লেষণের প্রধান কাঁচামাল পানি ও CO2।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “শ্বসন ও সালোকসংশ্লেষণের মধ্যে পার্থক্য কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.1/5 - (238 votes)