ভরবেগ কাকে বলে? ভরবেগ কোন ধরনের রাশি? এর একক কি?

ভরবেগ কাকে বলে? (What is called Momentum in Bengali/Bangla?)

একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তু যদি একই বেগে গতিশীল হয় তবে ভারী বস্তুকে থামানো অনেক কষ্টসাধ্য হয়। অপরদিকে দুটি সমান ভরের বস্তুর বেগ একটি অপেক্ষা অপটির বেশি হলে পাল্লা ভিন্ন হয়। এক্ষেত্রে অধিক বেগে গতিশীল বস্তু বেশি দূরত্ব অতিক্রম করে। তাই কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে পরিমাপের জন্য বিবেচনা করা হয় এবং এই রাশিকেই ভরবেগ বলে।

সুতরাং কোন বস্তুর ভর ও বেগের গুণফলকেই ভরবেগ বলে একে P দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ, m ভরবিশিষ্ট কোন বস্তু v বেগে চললে, ভরবেগ, P = mv।

ভরবেগ একটি ভেক্টর রাশি। S.I পদ্ধতিতে ভরবেগের একক kgms-1। ভরবেগের মাত্রা সমীকরণ, [p] = [MLT-1]।

ভরবেগ কত প্রকার ও কি কি?

বস্তুর গতির উপর ভিত্তি করে ভরবেগ দুই প্রকার। যথা-

(১) রৈখিক ভরবেগ (Linear Momentum)

(২) কৌণিক ভরবেগ (Angular Momentum)

রৈখিক ভরবেগ কাকে বলে?

কোন বস্তুর ভর এবং তার রৈখিক বেগের গুণফলকে রৈখিক ভরবেগ বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *