স্থিতিবিদ্যা কাকে বলে? স্থিতিবিদ্যার ব্যবহার
বলবিদ্যার যে শাখায় স্থির বস্তুর উপর ক্রিয়াশীল বল ও বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলে। যেমন : বস্তুর ওজন, প্লবতা, প্রবাহীর চাপ সংক্রান্ত বল ইত্যাদি।
পুরকৌশল বিদ্যার মৌলিক ভিত্তি হলো স্থিতিবিদ্যা। এছাড়া যন্ত্রকৌশল বিদ্যায় এর ব্যবহার রয়েছে। বহুতল ভবন, সেতু, টাওয়ার, বাঁধ ইত্যাদি অবকাঠামো নির্মাণে স্থিতিবিদ্যার জ্ঞান অপরিহার্য। এছাড়া বিভিন্ন পদার্থের বল প্রতিরোধ ক্ষমতা নির্ণয়ে স্থিতিবিদ্যা ব্যবহার করা হয়।