Modal Ad Example
Islamicপড়াশোনা

যাকাত কি? যাকাত ফরজ হওয়ার শর্তগুলো কি কি?

1 min read

‘যাকাত’ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া, পরিচ্ছন্নতা ইত্যাদি। ইসলামি পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব (নির্ধারিত) পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব অভাবী লোকদের মধ্যে বিতরণ করাই হচ্ছে যাকাত। ইসলামের পাঁচটি রুকনের মধ্যে এটি অন্যতম। ‘যাকাত’ প্রদানের মাধ্যমে সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়।

যাকাত ফরজ হওয়ার শর্তগুলো কি কি?
যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে সাতটি।
১. মুসলমান হওয়া।
২. নিসাবের মালিক হওয়া।
৩. নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া।
৪. ঋণগ্রস্ত না হওয়া।
৫. মাল (সম্পদ) এক বছরকাল স্থায়ী হওয়া।
৬. জ্ঞানসম্পন্ন হওয়া।
৭. বালেগ হওয়া।

যাকাত বন্টনের খাত

কুরআনের সূরা আত-তওবার ৬০ নাম্বার আয়াতে যাকাত বন্টনের ৮ টি খাত আল্লাহ তা’আলা নির্ধারণ করেছেন। এগুলো হলো–

 

  • ফকির (যার কিছু নেই)
  • মিসকীন (যার নেসাব পরিমাণ সম্পদ নেই)
  • যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী (যার অন্য জীবিকা নেই)
  • নও মুসলিম (আর্থিক সংকটে থাকলে)
  • ক্রীতদাস (মুক্তির উদ্দেশ্যে)
  • ধনী সপদশালী ব্যক্তি যার সম্পদের তুলনায় ঋণ বেশি।
  • আল্লাহর পথে জেহাদরত ব্যক্তি
  • মুসাফির (যিনি ভ্রমণকালে অভাবে পতিত)
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। যাকাত শব্দের আভিধানিক অর্থ কী?
ক) বৃদ্ধি পাওয়া
খ) জমা করা
গ) ব্যয় করা
ঘ) দান করা
সঠিক উত্তর : ক) বৃদ্ধি পাওয়া
২। আল্লাহ যাকাতের বিধান কেন দিয়েছেন?
ক) ধনীদের পরীক্ষা করতে
খ) ধনীদের সম্পদ কমিয়ে দিতে
গ) গরিবের সম্পদ বাড়ানোর জন্য
ঘ) ধনী-গরিবদের মাঝে আর্থিক সমন্বয় করতে
সঠিক উত্তর : ঘ) ধনী-গরিবদের মাঝে আর্থিক সমন্বয় করতে
৩। যাকাত আদায়ের মাধ্যমে কারা আর্থিকভাবে সবল হয়ে ওঠে?
ক) গরিবরা
খ) আইনজীবীরা
গ) ধনীরা
ঘ) ব্যবসায়ীরা
সঠিক উত্তর : ক) গরিবরা
৪। ইসলামের দৃষ্টিতে যাকাত কী?
ক) গরিবের প্রতি দয়া
খ) গরিবের অধিকার
গ) ধনীর ওপর বলপ্রয়োগ
ঘ) গরিবের কর্মসংস্থানের ব্যবস্থা
সঠিক উত্তর : খ) গরিবের অধিকার
৫। গুরুত্বের দিক দিয়ে সালাতের পরই কোনটির স্থান?
ক) কালিমা
খ) যাকাত
গ) সাওম
ঘ) হজ
সঠিক উত্তর : খ) যাকাত
৬। ইসলামের সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি?
ক) যাকাত
খ) সাওম
গ) হজ
ঘ) সালাত
সঠিক উত্তর : ক) যাকাত
৭। ‘যাকাত হলো ইসলামের সেতুবন্ধন’– কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে?
ক) ইবনে মাজাহ
খ) বায়হাকি
গ) তিরমিযি
ঘ) বুখারি
সঠিক উত্তর : খ) বায়হাকি
৮। যাকাতের শতকরা হার কত?
ক) ১.৫০
খ) ২.৫০
গ) ৩.৫০
ঘ) ৪.৫০
সঠিক উত্তর : খ) ২.৫০
৯। নিসাব পরিমাণ সম্পদ কতদিন থাকলে যাকাত ফরজ হয়?
ক) এক বছর
খ) দুই বছর
গ) তিন বছর
ঘ) চার বছর
সঠিক উত্তর : ক) এক বছর
১০। নিসাব বলতে কী বোঝায়?
ক) যাকাত সম্পর্কিত ইসলামের সামগ্রিক বিধান
খ) যাকাত প্রদানে ব্যক্তি নির্বাচনের মাপকাঠি
গ) নূন্যতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়
ঘ) যাকাত সম্পর্কিত জনশ্রুতি
সঠিক উত্তর : গ) নূন্যতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়
১১। যাকাত কাদের অধিকার?
ক) ধনীদের
খ) গরীবদের
গ) নারীর
ঘ) বয়স্কদের
সঠিক উত্তর : খ) গরীবদের
১২। যাকাত কোন ধরনের ইবাদত?
ক) শারীরিক
খ) মানসিক
গ) আর্থিক
ঘ) সামাজিক
সঠিক উত্তর : গ) আর্থিক

 

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x