অস্থায়ী চুম্বক কাকে বলে? অস্থায়ী চুম্বকের ব্যবহার।

যে চুম্বকের চুম্বকত্ব মুহূর্তের মধ্যে হারিয়ে যায় তাকে অস্থায়ী চুম্বক বলে।

অস্থায়ী চুম্বকের ব্যবহার

  • বিভিন্ন বৈদ্যুতিক মেশিন ও সরঞ্জাদি যেমনঃ মোটর, জেনারেটর, বৈদ্যুতিক পাখা, অ্যামিটার, ভোল্টমিটার, বৈদ্যুতিক কলিংবেল ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।
  • রিলে, মোটর কন্ট্রোলার সার্কিট ব্রেকার, বিদ্যুৎচালিত বাল্ব ও মোটর ব্রেক ইত্যাদি পরিচালনে অস্থায়ী চুম্বক ব্যবহৃত হয়।
  • ‘লিফটিং ম্যাগনেট’ হিসেবে ভারী লোহার জিনিস ওঠানো নামানোর কাজে অস্থায়ী চুম্বক ব্যবহৃত হয়।
  • চোখের মধ্যে লোহার সূক্ষ্ম কণা পড়লে সেগুলো বের করে আনার কাজে অস্থায়ী চুম্বক ব্যবহৃত হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *