যদি একাধিক বস্তুর মধ্যে বাইরের অন্য কোন তাপ এদের ভিতরে না আসে কিংবা এদের ভিতর থেকে কোন তাপ বাইরে না যায়, কিংবা তাদের মধ্যে কোন রাসায়নিক বিক্রিয়া না ঘটে, তাহলে আলাদা তাপমাত্রার বস্তু পরস্পরের সংস্পর্শে এসে তাপের আদান-প্রদান করলে, বেশি তাপমাত্রার বস্তুটি তাপ বর্জন করবে কম তাপমাত্রার বস্তুটি তাপ গ্রহণ করবে। তাপের সংরক্ষণশীল নীতি অনুযায়ী, উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ = কম উষ্ণ বস্তু কর্তৃক গৃহীত তাপ।
তাপের এই আদান প্রদান দুটি বস্তুর তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত চলতে থাকবে। এটিই হল ক্যালরিমিতির মূলনীতি।
তাপীয় সাম্যে উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ = শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ — এই সমতাসূচক বিবৃতিটিকেই ক্যালোরিমিতির মূলনীতি বলে অভিহিত করা হয়।
ক্যালোরিমিতির মূলনীতির ব্যাখ্যা : ধরা যাক, m1 , ও m2 ভরের বস্তু দুটির উপাদানের আপেক্ষিক তাপ যথাক্রমে S1 , ও S2 এবং প্রাথমিক উন্নতা যথাক্রমে t1 ও t2 ( t1 > t2 )। প্রত্যক্ষ বা পরোক্ষ তাপীয় সংযোগে আনা হলে প্রথম বস্তু তাপ বর্জন করে , যা গ্রহণের ফলে দ্বিতীয় বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। তাপীয় সাম্যে সংস্থার চূড়ান্ত উষ্ণতা t ( t2 < t< t1 ) হলে, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে, প্রথম বস্তু কর্তৃক বর্জিত তাপ = দ্বিতীয় বস্তু কর্তৃক গৃহীত তাপ।
অর্থাৎ , m1×s1×(t1-t) = m2×s2× (t- t2 )।
ক্যালোরিমিতি কাকে বলে? ( what is meant by Calorimetry)
ক্যালোরিমিতি : পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপশক্তির পরিমাপ বিয়য়ে আলোচনা করা হয়, তাকে ক্যালোরিমিতি বলা হয়৷
তাপীয় আদানপ্রদানকালে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ এবং তার ফলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, তাপীয় সাম্যে দুটি বা ততোধিক বস্তু দ্বারা গঠিত সংস্থার চূড়ান্ত উষ্ণতার মান নির্ণয় ইত্যাদি হল এই শাখার আলোচনার বিষয়বস্তু।
ক্যালরিমীতির মূলনীতির শর্ত
1. দুটি বস্তুর তাপ বিনিময়ে, পরিবহন, পরিচলন, বিকিরণ পদ্ধতিতে বাইরে থেকে তাপ আসবে না এবং বস্তু দুটি থেকেও কোনো তাপ বাইরে যাবে না।
2. বস্তু দুটির মধ্যে কোনরূপ রাসায়নিক বিক্রিয়া ঘটবে না।
3. বস্তুদ্বয়ের একটি কঠিন এবং অন্যটি তরল হলে দেখতে হবে কঠিন বস্তুটি যেন তরলে দ্রাব্য না হয়। কারণ শেষ দুটি ক্ষেত্রে তাপের উদ্ভব ও শোষণ ঘটতে পারে।
ক্যালোরিমিতির সুত্র
q=mc∆t
যেখানে, q = তাপ বিনিময়ের পরিমাপ
m = বস্তুর ভর
c = বস্তুর নির্দিষ্ট তাপ
∆t = তাপমাত্রার পরিবর্তন
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ক্যালরিমিতির মূলনীতি কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।