কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে কয়টি মৌল আছে এবং মৌলতে কয়টি পরমাণু আছে সেগুলো যে প্রতীক এর মাধ্যমে দেখানো হয় তাকে সংকেত বলে।
যেমন- সোডিয়াম হাইড্রোঅক্সাইড বা কস্টিক সোডার সংকেত NaOH, হাইড্রোক্লোরিক এসিডের সংকেত HCl, ভিনেগার বা এসিটিক এসিডের সংকেত CH3COOH ইত্যাদি।
কার্বনের আইসোটোপ তিনটি কেন? ব্যাখ্যা করো।
কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের ঐ মৌলের আইসোটোপ বলে। কার্বনের বেশির ভাগ পরমাণুতে ৬টি প্রোটন ও ৬টি নিউট্রন রয়েছে। আবার কিছু কিছু কার্বন পরমাণুতে ৭টি বা ৮টি নিউট্রনও থাকে। সেক্ষেত্রে তাদের ভর সংখ্যা ১৩ বা ১৪ হয়। পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা হওয়ায় কার্বনের এই তিন ধরনের আইসোটোপ দেখা যায়।