স্থিতি ও গতির মধ্যে পার্থক্য কি?
স্থিতি ও গতির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো–
স্থিতি
- সময়ের সাথে পর্যবেক্ষণের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করা হলো স্থিতি।
- যে সকল বস্তু চলমান নয় তারা স্থিতি অবস্থায় থাকে।
- ঘরবাড়ি, দালান-কোঠা, গাছ ইত্যাদি পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থির।
গতি
- সময়ের সাথে পর্যবেক্ষণের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করা হলো গতি।
- যে সকল বস্তু চলমান তারা গতি অবস্থায় থাকে।
- চলমান ট্রেন, চলন্ত বাস ও গাড়ি, চলমান সাইকেল ও রিক্সা প্রভৃতি পারিপার্শ্বিকের সাপেক্ষে গতিশীল।