Modal Ad Example
পড়াশোনা

হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিনের কাজ কি? What is Hemoglobin?

1 min read

হিমোগ্লোবিন (Hemoglobin) হলো লোহিত রক্তকণিকায় অবস্থিত এক ধরনের রঞ্জক প্রোটিন জাতীয় পদার্থ, যার ফলে রক্ত লাল বর্ণ ধারণ করে। এটি ইংরেজি Haeme ও Globulin শব্দ হতে উৎপন্ন হয়েছে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে।

আবার এটি কার্বনেট আয়ন হিসাবে কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইডও পরিবহন করে। লাল রক্ত কণিকার কঠিনতর অংশের ৯৫% জুড়ে রয়েছে এই হিমোগ্লোবিন নামক প্রোটিন। একজন সুস্থ মানুষের দেহের প্রতি ১০০ মিলি রক্তে গড়ে ১৫-১৬ গ্রাম হিমোগ্লোবিন থাকে।

হিমোগ্লোবিনের কাজ

হিমোগ্লোবিন শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে যার ফলে কোষের বিপাক ক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে সংগঠিত হয়। এছাড়াও হিমোগ্লোবিন কার্বন ডাই-অক্সাইড মুক্ত করে।
2/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x